জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য প্যানেল নির্বাচনে ৪৮ ভোট পেয়ে প্রথম হয়েছেন অর্থনীতি বিভাগের অধ্যাপক আমির হোসেন, ৪৬ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক নূরুল আলম এবং ৩২ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন পরিসংখ্যান বিভাগের অধ্যাপক অজিত কুমার মজুমদার।
শুক্রবার (১২ আগস্ট) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে নির্বাচন শুরু হয়। ভোট গণনা শেষে একাধিক সিনেট সদস্য এ তথ্য নিশ্চিত করেছেন।
ভোট কার্যক্রমের সব কাজ শেষ হলে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয়ের চুক্তিভিত্তিক রেজিস্ট্রার আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবেন।
এবারের নির্বাচনে মোট তিনটি প্যানেল থেকে আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী অন্য প্রার্থীদের মধ্যে অধ্যাপক সুফি মোস্তাফিজুর রহমান ২৩ ভোট, অধ্যাপক আব্দুল্লাহ হেল কাফী ২০ ভোট, অধ্যাপক লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ ১৯ ভোট, অধ্যাপক পৃথ্বিলা নাজনীন নিলীমা ১৫ ভোট ও অধ্যাপক তপন কুমার সাহা ৭ ভোট পেয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের ১৯৭৩-এর অধ্যাদেশের ১১(১) ধারা অনুযায়ী, নির্বাচিত এই তিন জনের মধ্যে একজনকে উপাচার্য হিসেবে নিয়োগের জন্য বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতির কাছে সুপারিশ করবে সিনেট। এরপর রাষ্ট্রপতি একজনকে চার বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেবেন।
উল্লেখ্য, দীর্ঘ আট বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্যানেল নির্বাচন অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে ৮১ জন সিনেট সদস্যের মধ্যে ৭৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। বাকি ৬ জন অসুস্থ্যতার জনিত কারণে উপস্থিত থাকতে পারেননি।