জাবি ছাত্রী নিহত: বিচার দাবিতে মশাল মিছিল

  • জাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪

ছবি: বার্তা২৪

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আফসানা করিম রাচির নিহত হওয়ার ২ দিন পার হলেও এ ঘটনায় জড়িত ঘাতক রিকশা চালককে গ্রেফতার করা সম্ভব হয় নি। ঘাতক রিকশা চালককে আগামী দুইদিনের মধ্যে শনাক্ত করে গ্রেফতারের ১ দফা দাবিতে মশাল মিছিল করেছে প্রথম বর্ষের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশ থেকে একটি মশাল মিছিল বের হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, বটতলা এবং বঙ্গবন্ধু হল ঘুরে পুনরায় শহীদ মিনারে এসে শেষ হয়।

বিজ্ঞাপন

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ আগামী শনিবারের মধ্যে ঘাতক রিকশা চালককে শনাক্ত করে গ্রেফতারের ১ দফা দাবি জানান রাচির সহপাঠীরা। অন্যথায় রোববার (২৪ নভেম্বর) থেকে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা।

সমাবেশে মার্কেটিং বিভাগের ৫৩ ব্যাচের শিক্ষার্থী আরাফাত হোসাঈন বলেন, আমরা এর আগে ১১টি দাবি উত্থাপন করেছি। যেগুলোর মধ্যে কিছু দাবি বাস্তবায়ন হতে সময় লাগবে, তবে আমরা চাই কিছু সময় লাগলেও সেগুলো বাস্তবায়ন হোক। রিকশা চালককে আগামী শুক্র-শনিবারের মধ্যে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবিতে আমরা আজকে মশাল মিছিল করেছি। যদি প্রশাসন শুক্র শনিবার মধ্যে এটি না করতে পারে তাহলে আমরা রোববার থেকে কঠোর কর্মসূচিতে যাব।

বিজ্ঞাপন

৫৩ ব্যাচের আরেক শিক্ষার্থী জান্নাতুন নিসা মীম বলেন, রাচি হত্যাকারীকে শনাক্ত করে সর্বোচ্চ শাস্তির আওতায় না আনা পর্যন্ত আমরা ক্লাস পরীক্ষায় ফিরব না। এমন কি শুধু ক্লাস নয় আমরা সকল প্রাতিষ্ঠানিক কার্যক্রম বন্ধ করে দিব।

৫৩ ব্যাচের ইংরেজি বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ আলী চিশতী বলেন, আমরা ক্যাম্পাসে এসেছি এক মাস হয়েছে মাত্র, এর মধ্যে আমরা আমাদের সহপাঠীকে হারাতে হয়েছে। এমন মৃত্যু কখনো মেনে নেয়া যায় না। আমরা মনে করি আমাদের বন্ধু আফসানা করিম রাচির মৃত্যু একটি কাঠামোগত মৃত্যু।