গুচ্ছের বি ইউনিটের ফলাফল প্রকাশ

, ক্যাম্পাস

জবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 04:00:28

গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষ এর কলা অনুষদভুক্ত খ ইউনিট (মানবিক) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে পাশ করেছে ৫৬.২৬ শতাংশ।

মঙ্গলবার ১৬ আগস্ট বিকাল ৪টায় সময় গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইটে (gstadmission.ac.bd) খ ইউনিটের ভর্তি ফলাফল  প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় উপাচার্য ও সমন্বিত ভর্তি পরীক্ষার আহব্বায়ক অধ্যাপক ড.ইমদাদুল হক।

তিনি বলেন, এবার গুচ্ছ পদ্ধতিতে কলা অনুষদে মোট আবেদন পড়েছে ৯০৬৩৭  জন । তার মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ৮৫৫১২ ( ৯৫.৩৫%),আর অনুপস্থিত ছিলো ৫১২৫ ( ৫.৬৫%) জন । এই ইউনিটে পাশের হার ৫৬.২৬ শতাংশ আর অকৃতকার্য হয়েছে ৪৩. ৬৮ শতাংশ। আর সর্বচ্চ নম্বর (৮২.২৫) পেয়ে প্রথম স্থান অধিকার করেছে দিগন্ত বিশ্বাস। দিগন্ত দিনাজপুর ক্যন্টলম্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী ছিলেন। তার পরীক্ষার কেন্দ্র ছিলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে।

তিনি আরও বলেন পরীক্ষায় ৮০ নম্বরের উপরে পেয়েছে ১ জন, ৭৫ নম্বরের উপরে পেয়েছে ৩২ জন, ৭০ নম্বরের উপরে পেয়েছে ১৮৬ জন, ৬৫ নম্বরের উপরে পেয়েছে ৭৬৫ জন, ৬০ নম্বরের উপরে পেয়েছে ২ হাজার ২৯৩ জন, ৫৫ নম্বরের উপরে পেয়েছে ৫ হাজার ৭২৩ জন, ৫০  নম্বরের উপরে পেয়েছে ১১ হাজার ৪২৫ জন, ৪৫  নম্বরের উপরে পেয়েছে ১৯ হাজার ২১৪জন, ৪০ নম্বরের উপরে পেয়েছে ২৮৫৬২ জন,  ৩৫ নম্বরের উপরে পেয়েছে ৩৮ হাজার ২৩৫ জন আর পাস মার্ক ৩০ এর উপরে পেয়েছে ৪৮ হাজার ১০৬ জন। এছাড়াও এবারের বি ইউনিটের ৫৫ জন শিক্ষার্থীর পরীক্ষার খাতা বাতিল করা হয়েছে।

এছাড়া তিনি আরও বলেন এ ফলাফল নিয়ে যদি কেউ সন্তুষ্ট না থাকে তাহলে সে চ্যালেঞ্জ করতে পারবে। এজন্য তাকে ২০ আগস্টের পরে দুই হাজার টাকা ফি দিয়ে আবেদন করতে হবে।

এ সম্পর্কিত আরও খবর