সড়কে রক্ত ঢেলে বিভাগ একীভূত না করার দাবি শিক্ষার্থীদের

বিবিধ, ক্যাম্পাস

রাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪ | 2023-08-29 18:46:40

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সঙ্গে ফলিত পদার্থবিজ্ঞান ও ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (এপিইই) বিভাগকে একীভূত না করার দাবিতে রক্ত ঢেলে অবস্থান কর্মসূচি পালন করছে ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা। 

মঙ্গলবার (০৪ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান ভবনের সামনের রাস্তায় রক্ত দিয়ে বিভাগ একীভূত না করার দাবি জানান তারা। এ সময় বিভাগের তিন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সকাল ৮টা থেকে বিজ্ঞান ভবনের সামনে ক্লাস-পরীক্ষা বর্জন করে ট্রিপল-ই এর শিক্ষার্থীরা অবস্থান নেন। একপর্যায়ে শিক্ষার্থীরা সড়কে রক্ত ঢেলে প্রতিবাদের সিদ্ধান্ত নেন। এরই প্রেক্ষিতে দুপুর দেড়টার দিকে তারা সড়কে রক্ত দিয়ে বিভাগ এক না করার দাবি জানান। রক্ত দিতে গিয়ে নাজমুল হাসান, আবু বক্কর সিদ্দিক, অরিন্দম সান্যাল দীপ্ত অসুস্থ হয়ে পড়েন। এদের মধ্যে নাজমুল বেশি অসুস্থ হয়ে পড়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

জানতে চাইলে ট্রিপল-ই বিভাগের সভাপতি আবু জাফর মু. তৌহিদুল ইসলাম বার্তা২৪-কে বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দীর্ঘদিন ধরে বলে আসছি। কিন্তু প্রশাসন আজ পর্যন্ত বিষয়টির সমাধান করতে পারেনি। বিভাগের শিক্ষার্থীদেরও ক্লাসে ফিরে আসার আহ্বান জানিয়েছিলাম। কিন্তু তারা আমার কথা শোনেনি।’

এ সম্পর্কিত আরও খবর