কুবিতে প্রতি আসনে লড়ছেন ৩১ শিক্ষার্থী

, ক্যাম্পাস

কুবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুমিল্লা | 2023-08-30 00:33:15

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের (২০২১-২০২২ শিক্ষাবর্ষ) ভর্তির আবেদনের সময় শেষ হয়েছে। এই বছর মোট আবেদন পড়েছে ৩২০৮৭ টি। যেখানে মোট আসনের বিপরীতে প্রতি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রায় ৩১ জন শিক্ষার্থী।

শনিবার (২৯ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. আমিরুল হক চৌধুরী।

এই বছর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে 'এ' ইউনিটে (বিজ্ঞান) ১৮ হাজার ৬৩২ টি, 'বি' ইউনিটে (মানবিক) ৭ হাজার ৯০৭ টি, সি ইউনিটে (বাণিজ্য) ৫ হাজার ৫৪৮ টি আবেদন পরেছে।

এই বছর 'এ' ইউনিটের প্রতি আসনের বিপরীতে লড়ছেন প্রায় ৫৩ জন, 'বি' ইউনিটে প্রায় ১৭ জন এবং 'সি' ইউনিটে লড়ছেন প্রায় ২৩ জন শিক্ষার্থী।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে মোট আসন সংখ্যা ১০৪০ টি। যার মধ্যে ‘এ’ ইউনিটের ৩৫০টি; ‘বি’ ইউনিটের ৪৫০ টি এবং ‘সি’ ইউনিটে আসন সংখ্যা ২৪০টি।

এ সম্পর্কিত আরও খবর