ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) মাস্টার্স অব ডেভেলপমেন্ট স্টাডিজ (এমডিএস) উন্নয়ন অধ্যয়ন বিভাগের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। এমডিএস ২১তম ব্যাচের ভর্তি পরীক্ষা ১৮ নভেম্বরের পরিবর্তে ৩ ডিসেম্বর নেয়া হবে। ওই দিন সকাল ১০টায় পরীক্ষাটি অনুষ্ঠিত হবে।
বিষয়টি জনসংখ্যা দফতরের পরিচালক মাহমুদ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় উন্নয়ন অধ্যয়ন বিভাগের এমডিএস ২১তম ব্যাচের ভর্তি পরীক্ষা অনিবার্যকারণে ১৮ নভেম্বরের পরিবর্তে আগামী ৩ ডিসেম্বর সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। ভর্তির আবেদন ফরম বিতরণ ১ ডিসেম্বর পর্যন্ত চলবে।