ঢাবি ক্যাম্পাসে বিশৃঙ্খলা ঠেকাতে ছাত্রলীগের অবস্থান

, ক্যাম্পাস

ঢাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 19:26:29

বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিএনপি কিংবা ছাত্রদলের প্রবেশ ঠেকাতে মোড়ে মোড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে ছাত্রলীগের নেতা-কর্মীরা অবস্থান নিতে দেখা গেছে। এর আগেও গেল দুই দিন একইভাবে অবস্থান নিতে দেখা গেছে।

শনিবার (১০ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল, মধুর ক্যান্টিন, ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি), দোয়েল চত্বর, পলাশী মোড়, শহীদ মিনার প্রাঙ্গণ, শাহবাগ, ঢাকা মেডিকেল কলেজ এলাকা ও নীলক্ষেত পয়েন্টসহ কয়েকটি স্থানে ছাত্রলীগের নেতা-কর্মীরা অবস্থান নিতে দেখা গেছে। এ সময় নেতা-কর্মীদের বিভিন্ন স্লোগান দিতেও দেখা গেছে।

ঢাবি ছাত্রলীগের নাম প্রকাশের একাধিক কর্মীর সাথে কথা বলে জানা যায়, ক্যাম্পাসে বিএনপি-জামায়াতের বিশৃঙ্খলা রুখতে নেতাদের নির্দেশে ক্যাম্পাসে বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান নিয়েছেন তাঁরা।

অবস্থান নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মাস্টার দা’ সূর্য সেন হল ছাত্রলীগের সভাপতি মারিয়াম জামান সোহান বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ অবস্থান নিয়েছি। স্বাধীনতা বিরোধী কোন চক্র যেন মাথা চাড়া দিয়ে ক্যাম্পাসে কোন বিশৃঙ্খলা সৃষ্টি করে, আমরা সাধারণ শিক্ষার্থীদের নিয়ে ঢাবি ছাত্রলীগ রাজপথে থেকে তাদের দাঁতভাঙ্গা জবাব দিব।

এদিকে একই হলের ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিয়াম রহমান বলেন, সমাবেশ কে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীর মধ্যে এক ধরনের ভয় কাজ করছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থী কেউ আগুন সন্ত্রাসী চায় না, কেউ পঙ্গু হয়ে পরিবারের বোঝা হয়ে থাকতে চায় না। বোমা-সন্ত্রাসকে না বলে, আগুন সন্ত্রাসীদের প্রতিহত করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আজকের অবস্থান।

এদিকে ঢাবি ছাত্রলীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, রাজনীতির নাম করে গণতন্ত্র উদ্ধারের নামে খুনিদের কর্মকাণ্ডে এদেশের ছাত্র সমাবেশের দেয়ালে পিঠ ঠেকে গেছে। অনেক হয়েছে জ্বালাও পোড়াও রাজনীতির ; বিএনপি-জামায়াতের দোসরদের বাংলার মাটি থেকে মূল উৎপাটন ও শিক্ষা প্রতিষ্ঠানে যে সন্ত্রাসমুক্ত ধারাবাহিকতা সেটি বাজায় রাখতে বাংলাদেশ ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীর পাশে থাকবে।

এ সম্পর্কিত আরও খবর