‘সেমিস্টার সিস্টেমের চাপে আত্মহত্যা করে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা’

বিবিধ, ক্যাম্পাস

ঢাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-30 21:15:32

বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আত্মহত্যার সবচেয়ে বড় কারণ হিসেবে ‘সেমিস্টার সিস্টেম’কে দায়ী করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক তানজিম উদ্দিন খান।

শনিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) পাশ্ববর্তী সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে ‘স্টপ সুইসাইড’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে আয়োজিত সমাবেশ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচিতে তিনি এই মন্তব্য করেন।

তানজিম উদ্দিন বলেন, ‘বিশ্ববিদ্যালয়গুলোতে যে সেমিস্টার সিস্টেম রয়েছে, তা শিক্ষার্থীদের মধ্যে একটা কাঠামোগত চাপ তৈরি করে, সে চাপ শিক্ষার্থীদের মানসিকভাবে বিচ্ছিন্ন করে দেয়। সেই কারণে তারা আত্মহত্যার পথকে বেছে নেয়।’

‘এ রকম পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব দায়িত্ব আছে। শিক্ষার্থীরা কী কারণে আত্মহত্যার পথ বেছে নেয়, সে কারণ চিহ্নিত করে আত্মহত্যার প্রবণতা রোধে পদক্ষেপ নেওয়া উচিত।’

ঢাবির মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. সেলিম হোসেন বলেন, ‘গত কয়েক মাসে তারুণ্য ঝড়ে পড়ছে। সম্প্রতি আমরা দেখলাম নবম শ্রেণীর ছাত্রী অরিত্রী আত্মহত্যার করেছে। কেন তারা এ পথ বেছে নিয়েছে, এর দায় কী শুধু তাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে আমি লজ্জিত। কারণ এর দায় পরিবারের, একজন শিক্ষক হিসেবে আমার।’

আত্মহত্যার খবরগুলো প্রচার কেমন হওয়া উচিত তা নিয়ে বক্তব্য দেন সাংবাদিক ইফতেখার উদ্দিন। তিনি আত্মহত্যার খবরগুলো প্রচারের বিষয়ে কিছু অনলাইন নিউজ পোর্টালের সমালোচনা করেন। এ বিষয়ে তাদের আরও বেশি সতর্কতা অবলম্বন করার অনুরোধ জানান তিনি।

সমাবেশ শেষে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে আত্মহত্যাকারীদের স্মরণ করা হয়। এ সময় তারা ‘আমি বন্ধু, বন্ধুর আত্মহত্যার দায় আমার’; ‘আমি শিক্ষক, আমার ছাত্রের আত্মহত্যার দায় আমার’; ‘আমি সমাজ, প্রতিটি আত্মহত্যার দায় আমার’; ‘আমি রাষ্ট্র, নাগরিকের আত্মহত্যার দায় আমার’ ইত্যাদি লেখা ফেস্টুন প্রদর্শন করেন।

এ সম্পর্কিত আরও খবর