কুবিতে কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া হানাদার মুক্ত দিবস পালিত

বিবিধ, ক্যাম্পাস

কুবি করেসপন্ডেন্ট, বার্তা২৪ | 2023-08-27 15:58:42

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অধ্যয়নরত "ব্রাহ্মণবাড়িয়া ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে" কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া হানাদার মুক্ত দিবস’ পালন করা হয়েছে।

শনিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় মোমবাতি প্রজ্বলন, মোমবাতি ও ফুল দিয়ে বাংলাদেশের মানচিত্র অংকনের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের শহীদদের আত্মত্যাগের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে দিবসটি পালন করা হয়।

এ ব্যতিক্রমধর্মী উদ্যোগের বিষয়ে জানতে চাওয়া হলে ব্রাহ্মণবাড়িয়া ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি এ জে রাব্বি বলেন, 'মহান মুক্তিযুদ্ধের বীরদের আত্মত্যাগ সম্পর্কে তরুণ প্রজন্মকে জানানো ও স্মরণ করতেই আমাদের এই আয়োজন। ভবিষ্যতে এরকম আয়োজন আরো বৃহৎ পরিসরে করা হবে।’

এছাড়াও মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক মোঃ বেলাল হোসাইন, মার্কেটিং বিভাগের প্রভাষক আওলাদ হোসেন বিপ্লব, শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ, সংগঠনটির সাধারণ সম্পাদক রেজাউল করিম শাওন, সভাপতি এ জে রাব্বি সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ।

উল্লেখ্য, ১৯৭১ সালের এই দিনে (আট ডিসেম্বর) পাক হানাদার বাহিনীর থাবা থেকে মুক্ত হয় কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া।

এ সম্পর্কিত আরও খবর