কুবিতে ৪৬ আসন ফাঁকা রেখেই শেষ হয়েছে ভর্তি কার্যক্রম

, ক্যাম্পাস

কুবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুমিল্লা | 2023-08-31 20:36:29

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে গত ২৪ ফেব্রুয়ারি শেষ হয়েছে ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম। এখনও আসন ফাঁকা আছে ৪৬ টি।

খোঁজ নিয়ে জানা যায়, ‘এ’ ইউনিট থেকে ‘এ’ ইউনিটে আসন ফাঁকা আছে ১ টি, ‘এ’ ইউনিট থেকে ‘বি’ ইউনিটে আসন ফাঁকা ৪৩ টি এবং ‘বি’ থেকে ‘বি’ ইউনিটে আসন ফাঁকা আছে ২ টি।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ আমিরুল হক চৌধুরী বলেন, গত ২৪ ফেব্রুয়ারি ভর্তি কার্যক্রম বন্ধ হয়েছে।

আর কোনো মেধাতালিকা প্রকাশ করা হবে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘পরবর্তী মিটিং এ এই সিদ্ধান্ত নিবেন ভিসি স্যার।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, আমাদের আর কোনো মেধাতালিকা প্রকাশ করা হবে না। কারণ, ক্লাস শুরু হয়েছে জানুয়ারির ২৩ তারিখ। এখনো যদি আমরা ভর্তিই নিতে থাকি তাহলে সেশনজটের সৃষ্টি হবে। তাই আমরা আর ভর্তি নেব না।

এ সম্পর্কিত আরও খবর