১০ তলা থেকে লাফ দেওয়া শেকৃবি শিক্ষার্থী মারা গেছেন

, ক্যাম্পাস

শেকৃবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 14:35:00

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ৭৬ তম ব্যাচের মারিয়া রহমান নামের এক শিক্ষার্থী মানসিকভাবে হতাশাগ্রস্ত হয়ে গত বৃহস্পতিবার (২৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ১০ তলা আবাসিক হল থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। আত্মহত্যার আট দিন পরে আজ বৃহস্পতিবার (৩০ মার্চ) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মারা যান।

তথ্য সূত্রে জানা যায়, একাডেমিক বিষয় নিয়ে হতাশাগ্রস্থ হয়ে কৃষি অনুষদের ৩য় বর্ষে অধ্যয়নরত মারিয়া রহমান নামের ওই শিক্ষার্থী কৃষকরত্ন শেখ হাসিনা আবাসিক হলের ১০ তলা ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে পরবর্তীতে মারাত্নকভাবে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে ভর্তি করানো হয়।

সেদিন প্রত্যক্ষদর্শী হলের গার্ড পাভেল ভূঁইয়া বলেছিলেন, ‘হঠাৎ শব্দ শুনে গার্ডরুম থেকে বাইরে এসে দেখি এক ছাত্রী নিচে পড়ে আছে। লাফ দেওয়ার সময় কাঁঠালগাছের ওপর পড়েছিল, ডাল ভেঙে নিচে পড়েছে। যতটুকু দেখেছি, হাত ভেঙে হাড় বের হয়ে গেছে।’

সুইসাইডের চেষ্টা করা শিক্ষার্থীর ব্যাচমেট বলেন, ‘ও কিছু বিষয় নিয়ে চিন্তিত ছিল। ওর বেশ কয়েকটা সিটি পরীক্ষা ডিউ ছিল। শুনেছি অনেক স্যাররা ডিউ পরীক্ষা গুলো নিবে না বলেছে। এছাড়া অসুস্থতার কারণে ক্লাস করতে পারেনি।পরবর্তীতে স্যারদের সঙ্গে যোগাযোগ করলে বিভিন্ন ডিপার্টমেন্টের স্যাররা নাকি ফাইনাল পরীক্ষা দিতে পারবে না এমন কথা বলেছে।’

নাম প্রকাশে অনিচ্ছুক আরেক ব্যাচমেট বলেন, ‘আমি আমাদের সেকশনের শিট গুলো সবাইকে দেই। মারিয়া ১০ তলা থেকে লাফ দেওয়ার আগের দিন শিট কপি করার জন্য নিষেধ করেছিল।ডিটেইলস তো আমি কিছু জানতাম না তবে ওকে চিন্তিত মনে হচ্ছিল।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হারুনর রশীদ বলেন, আমাদের জন্য খুবই দুঃখজনক সংবাদ এটি। আমরা আমাদের শিক্ষার্থীকে বাঁচানোর চেষ্টা করছিলাম, কিন্তু পারিনি। তার মৃত্যুতে আমরা শোকাহত। তার পরিবারকে সান্ত্বনা দেওয়ার ভাষা নেই।

ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ফরহাদ হোসেন বার্তা২৪ কে বলেন, ‘মারিয়া মারা যাওয়ার ঘটনা আমাদের জন্য দুঃখজনক। তবে মারিয়া বেঁচে থাকা অবস্থায় প্রসাশন থেকে সর্বোচ্চ যথাসম্ভব সহযোগিতা করা হয়েছে। আর মারিয়ার বাবা পুলিশের কাছে জবানবন্দি দিয়েছে। দীর্ঘ সময় ধরে মারিয়ার মানসিক সমস্যা ছিল এবং এই কারণেই সে আত্মহত্যা করেছে বলে জবানবন্দি দিয়েছে। আমরা মারিয়ার আত্মার মাগফিরাত কামনা করি।'

এ সম্পর্কিত আরও খবর