জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতকে ভর্তির আবেদন শুরু

ভর্তিযুদ্ধ, ক্যাম্পাস

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-30 08:16:01

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (৫ এপ্রিল) থেকে শুরু হওয়া এ ভর্তির কার্যক্রম চলবে ৮ মে পর্যন্ত।

ভর্তিচ্ছু প্রার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইটে আবেদন ফরম পূরণ করতে হবে। আগামী ৯ মের মধ্যে প্রাথমিক আবেদন ফি বাবদ ২৫০ টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দিতে হবে।

প্রথম মেধাতালিকার ভিত্তিতে ভর্তি কার্যক্রম চলবে আগামী ১৭ মে থেকে ৩১ মে পর্যন্ত। আর ১ জুন থেকে এ শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে। ভর্তি পরীক্ষা ছাড়াই এসএসসি ও এইচএসসি এবং সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ভর্তি করে।

গত ২ এপ্রিল বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মানবিক বিভাগে আবেদনের এসএসসি ও এইচএসসি মিলে ন্যূনতম জিপিএ ৬.৫ (পৃথকভাবে জিপিএ ৩.০ থাকতে হবে) থাকতে হবে। আর বিজ্ঞান ও ব্যবসায় বিভাগে এসএসসি ও এইচএসসি মিলে ন্যূনতম জিপিএ ৭ (পৃথকভাবে জিপিএ ৩.০ থাকতে হবে)।

দুটি ভিন্ন শিক্ষাবর্ষে কোনো শিক্ষার্থী দ্বৈত ভর্তি হলে তার উভয় ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর