জবিতে পরিবহন সুবিধা বাড়াতে ৬ কোটি টাকা বরাদ্দ

বিবিধ, ক্যাম্পাস

জবি করেসপন্ডেন্ট, বার্তা২৪ | 2023-08-22 15:33:53

সমস্যা আর সংকটে জর্জরিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শিক্ষার্থীদের পরিবহন সংকট কমাতে পাঁচটি দ্বিতল বাসের জন্য ছয় কোটি টাকা বরাদ্দের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ।

বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমানের সভাপতিত্বে ৭৯তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ তথ্য ও প্রকাশনা দপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪ ডিসেম্বর অনুষ্ঠিত ৫৮তম অর্থ কমিটির সভায় নিজস্ব অর্থায়নে শিক্ষার্থীদের পাঁচটি দ্বিতল বাস ক্রয়ের আর্থিক ও প্রশাসনিক অনুমোদনের সুপারিশ করা হয়।

বাসগুলো শিক্ষার্থীদের পরিবহনে ঢাকার বিভিন্ন রুটে চলাচল করবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর