যৌন নিপীড়নের দায়ে চাকরি হারালেন বিশ্ববিদ্যালয় শিক্ষক

বিবিধ, ক্যাম্পাস

শাবিপ্রবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-20 08:15:52

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক ছাত্রীকে যৌন নিপীড়নের দায়ে চাকরি হারালেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের এক শিক্ষক। অভিযোগকারী ঐ ছাত্রীকেও দুই বছরের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়।

শনিবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ২১১তম সভায় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন একাধিক সিন্ডিকেট সদস্য। চাকরি হারানো এই শিক্ষক হলেন সহকারী অধ্যাপক প্লাবন চন্দ্র সাহা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সিন্ডিকেট সদস্য জানান, বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থী প্লাবন চন্দ্র সাহার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ করেন। ঐ অভিযোগের প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে বিষয়টি প্রমাণিত হওয়ায় তাকে বিশ্ববিদ্যালয় থেকে চাকরিচ্যুত করা হয়। বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের দৃষ্টিতে অভিযুক্ত হওয়ায় অভিযোগকারীকেও বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়।

এর আগে একই অভিযোগের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের ২০১তম সিন্ডিকেট সভায় তাকে সহকারী প্রক্টর থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল।

এদিকে স্বাক্ষর জালিয়াতির অভিযোগে বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মো মাসুদ সরকারের আগামী চার বছরের জন্য প্রমোশন আটকে দেওয়া হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর