জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাসে নতুন আরেকটি ক্যাফেটেরিয়া নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ইতিমধ্যে চূড়ান্ত করা হয়েছে নতুন ক্যাফেটেরিয়ার ডিজাইন।
প্রকৌশল দফতর সুত্রে জানা যায়, ক্যাফেটেরিয়ার এক পাশে থাকবে খাবার বানানোর একটি কক্ষ। সামনের দিকে থাকবে কয়েকটি খাবার খাওয়ার জায়গা। সেখানে শিক্ষার্থীরা দাঁড়িয়ে খাবার খেতে পারবেন। এছাড়াও রয়েছে হাত ধোয়ার জায়গা ও বসার জায়গা।
প্রধান প্রকৌশলী হেলাল উদ্দিন পাটোয়ারী বলেন, আমরা ক্যাফেটেরিয়া নির্মাণের লক্ষ্যে ডিজাইন করে ফাইল পাঠিয়ে দিয়েছি। অর্থ দফতর থেকে প্রস্তাব পাশ হয়ে আসলে নির্মাণ কাজ হাতে নেওয়া হবে। এছাড়া একটি কমিটি করা হয়েছে যেখানে ছাত্র উপদেষ্টাসহ আছেন বিশ্ববিদ্যালয় প্রক্টর।
একাধিক শিক্ষার্থীদের সঙ্গে কথা বললে তারা জানান, শুধু ডিজাইন করার মধ্যে সীমাবদ্ধ থাকলেই হবে না, খুব তাড়াতাড়ি এটির বাস্তবায়ন দরকার। এছাড়া ক্যাফেটেরিয়ায় খাবারের দাম কম রাখা, খাবারের উন্নত মান বজায় রাখার দাবী জানান শিক্ষার্থীরা।