পুনরায় সলিমুল্লাহ মুসলিম হলে ছাত্র সংযুক্তি

  • ঢাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আগামী শিক্ষাবর্ষ থেকে সলিমুল্লাহ মুসলিম হলে ছাত্র সংযুক্তির ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর ।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয় ,আগামী ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী সলিমুল্লাহ মুসলিম হলে প্রয়োজনীয় সংস্কার সাপেক্ষে নতুন ছাত্রদের সংযুক্তি প্রদানের ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, মেরামত কাজের নকশা প্রণয়ন ও পরামর্শ প্রদানের জন্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ব্যুরো অব রিসার্চ, টেস্টিং এন্ড কনসালটেশন (বিআরটিসি)কে ইতোমধ্যেই নিযুক্ত করা হয়েছে। পাশাপাশি সলিমুল্লাহ মুসলিম হলে নতুন একটি ভবন নির্মাণেরও নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ লক্ষ্যে প্রকৌশল দফতর ইতোমধ্যেই জরিপের কাজ সম্পন্ন করেছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ঢাকা হল, জগন্নাথ হল ও মুসলিম হল এই তিনটি হলের নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করে। পরবর্তী সময়ে ঢাকা হলের নাম হয় শহীদুল্লাহ্‌ হল এবং মুসলিম হলের নাম রাখা হয় সলিমুল্লাহ মুসলিম হল। সলিমুল্লাহ মুসলিম হলই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম হল।

হলটি পুরাতন হওয়ায় দুর্ঘটনার আশঙ্কায় ২০২১ সাল থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্তে সলিমুল্লাহ মুসলিম হলে আবাসিক শিক্ষার্থীদের নতুন করে আবাসিকতা দেওয়া বন্ধ থাকে।