কুবিতে স্পোর্টস কমপ্লেক্সের উদ্বোধন

, ক্যাম্পাস

কুবি করেসপন্ডেন্ট বার্তা২৪.কম | 2023-09-27 19:48:02

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) খেলোয়াড়দের জন্য নির্মিত স্পোর্টস কমপ্লেক্সের উদ্বোধন করেছেন উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন।

বুধবার (২৭ সেপ্টেম্বর) ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মো: জাহিদ হাসানের সঞ্চালনায় বিকাল ৪ টায় ফিতা কেটে স্পোর্টস কমপ্লেক্সটির উদ্বোধন করা হয়।

বিশ্ববিদ্যালয় প্রকৌশল দপ্তর সূত্রে জানা যায়, স্পোর্টস কমপ্লেক্সের নির্মাণে বাজেট ছিলো এক কোটি টাকা। তবে কাজ সম্পন্ন হওয়ার পর প্রায় ৫ লাখ টাকা অতিরিক্ত থেকে গেছে। 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, স্পোর্টস কমপ্লেক্সটি নির্মাণে হাই কোয়ালিটি সম্পন্ন জিনিস ব্যবহার করা হয়েছে। আমাদের স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের উদ্দেশ্য হলো আন্ত:বিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়া। ভলিবল, ক্রিকেট, ফুটল, হকি টিমের খেলোয়াড়রা কথা দিয়েছে তারা শিরোপা জয় করার চেষ্টা করবে। স্পোর্টস কমপ্লেক্সের জন্য মূল যে বাজেট ছিলো তা থেকে কিছু টাকা বাড়তি থেকে গেছে।

শিক্ষার্থীদের খেলাধুলার সুবিধার জন্য ভলিবল মাঠ, কেন্দ্রীয় খেলার মাঠে গ্যালারি তৈরীর পরিকল্পনা আছে বলেও জানান তিনি।

স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন হওয়ায় বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী মো: মুশফিকুর রহিম খান বলেন, স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধনের মধ্য দিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ে একটি নতুন মাত্রা সংযোজন হয়েছে। এখন থেকে খেলোয়াড়দের ড্রেস চেঞ্জ, নিরাপদ পানি পান করতে সুবিধা হবে। আন্ত:বিশ্ববিদ্যালয় পর্যায়ে যেকোনো ফুটবল, ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা যাবে।

এ সম্পর্কিত আরও খবর