চার দেশে ইন্টার্নশিপ প্লেসমেন্ট পেয়েছে শেকৃবি শিক্ষার্থীরা

, ক্যাম্পাস

শেকৃবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-12-05 15:57:59

রাজধানী ঢাকায় অবস্থিত শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) এএসভিএম অনুষদের সপ্তম ব্যাচের শিক্ষার্থীরা পাচ্ছেন চারটি দেশে ইন্টার্নশিপ করার সুযোগ। এক্ষেত্রে ইন্টার্নশিপ প্রোগ্রাম-২০২২ এর ইন্টারন্যাশনাল প্লেসমেন্ট হিসেবে চারটি দেশ মালয়েশিয়া, থাইল্যান্ড, ভারত, নেপাল নিশ্চিত হয়েছে।

খোজ নিয়ে জানা যায়, এর আগে হওয়া অধিকাংশ ইন্টার্নশিপ প্রোগ্রাম কার্যক্রম ভারতে হয়েছে। তাছাড়া ২০২০ সালে মালয়েশিয়াতে ইন্টার্নশিপ কার্যক্রমের সুযোগ আসলেও করোনা মহামারিতে আটকে যায় সেই সুযোগ। তবে এই প্রথম চারটি দেশে শিক্ষার্থীদের ইন্টার্নশিপ করার সুযোগ এসেছে। ইন্টার্নশিপ কার্যক্রমে অংশগ্রহণরত শিক্ষার্থীসহ অনুষদের বিভিন্ন লেভেলের শিক্ষার্থীরা বিভিন্ন দেশে ইন্টার্ন করার এ ধরণের সুযোগ আসায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন।পরবর্তীতে ইউরোপ কিংবা উন্নত বিভিন্ন দেশে ইন্টার্ন করার সুযোগ আসবে বলে আশা প্রকাশ করেন।

ইন্টার্নশিপ প্রোগ্রামের সঙ্গে সংযুক্ত সপ্তম ব্যাচের শিক্ষার্থী আবু হানিফ বলেন, 'আমরা ১ নভেম্বর থেকে ইন্টার্নশিপ শুরু করেছি। সবকিছু ভালোভাবে চলছে। এর মধ্যে চারটি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইন্টার্নশিপ প্লেসমেন্ট নিশ্চিত হওয়ার খবরে আমরা আনন্দিত। আশা করি আমরা ভালোকিছু শিখতে পারব। আমাদের ইন্টার্নশিপের জন্য দিনরাত অক্লান্ত পরিশ্রম ও সময়োপযোগী পদক্ষেপের জন্য ডিন স্যারকে ধন্যবাদ জানাই। ইন্টার্নশিপ কো-অর্ডিনেটর, সকল বিভাগের চেয়ারম্যান এবং সুপারভাইজার শিক্ষকবৃন্দের প্রতি আমরা কৃতজ্ঞ।' 

এএসভিএম অনুষদের ডিন অধ্যাপক কে বি এম সাইফুল ইসলাম বলেন, 'ইন্টার্নশিপ প্রোগ্রাম হলো হবু ভেটেরিনারিয়ানদের হাতেকলমে জ্ঞান ও দক্ষতা অর্জন করার সর্বোচ্চ সুযোগ। আমাদের অনুষদের শিক্ষার্থীদের আন্তর্জাতিক পরিমন্ডলে যোগ্য করার লক্ষ্যে দেশে জ্ঞান অর্জনসহ দেশের বাইরে বিভিন্ন দেশে ইর্ন্টারশিপ প্রাগ্রামে প্রেরণ করার প্রচেষ্টা ছিল দীর্ঘ দিনের। দীর্ঘ ত্যাগ, অপেক্ষা এবং পরিশ্রমের অর্জন হিসেবে প্রথমত এখন চারটি দেশে ইন্টার্নশিপ প্রোগ্রামে আমাদের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ তৈরি করতে পেরেছি। তবে পরবর্তীতে ইনশাআল্লাহ ইউরোপ, আমেরিকার দেশগুলোতে যেতে পারবে সেই লক্ষ্যে আমরা অগ্রসর হচ্ছি। আমরা আমাদের অনুষদকে প্রাণী চিকিৎসা এবং প্রাণী উৎপাদন বিষয়ক শিক্ষা  ও গবেষণায় অনন্য প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই। আমরা অনুষদের শিক্ষকগণ অনুষদের সর্বোচ্চ মানদণ্ড স্থাপনের লক্ষ্যে পরিশ্রম করে যাচ্ছি।'  

এ সম্পর্কিত আরও খবর