কোর্স বণ্টন নিয়ে কুবির দুই শিক্ষকের মারামারি

, ক্যাম্পাস

কুবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুমিল্লা  | 2023-12-28 17:32:47

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আইন বিভাগের অ্যাকাডেমিক মিটিংয়ে দুই শিক্ষকের মধ্যে কোর্স বণ্টন নিয়ে বাকবিতণ্ডা থেকে গায়ে হাত তোলার ঘটনা ঘটেছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত এই বিষয়ে কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) আইন বিভাগসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষকের সাথে কথা বললে তারা বিষয়টি নিশ্চিত করেন।

বিভিন্ন সূত্র থেকে জানা যায়, মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ১২১তম অ্যাকাডেমিক সভায় দ্বিতীয় সেমিস্টারের কোর্স বণ্টন নিয়ে সহকারী অধ্যাপক ও সাবেক বিভাগীয় প্রধান আবু বকর ছিদ্দিক (মাসুম) ও আলী মোর্শেদ কাজেমের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা ঘটে৷ শেষ সময়ে দুজনই হাতাহাতিতে জড়িয়ে পড়েন।

এসময় উপস্থিত শিক্ষকরা বিভাগের সহকারী অধ্যাপক কাজেমকে রুম থেকে নিয়ে গেলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। এ ঘটনায় সহকারী অধ্যাপক মাসুমের চশমা ভেঙ্গে যায় এবং কাজেমের ব্লেজার ও শার্ট ছিড়ে যায়।

বের হলে উভয়েরই চোখে-মুখে আঘাতের দাগ দেখতে পাওয়া যায়।

এ ব্যাপারে আবু বক্কর ছিদ্দিকের (মাসুম) সাথে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি। আলী মোর্শেদ কাজেম এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

এছাড়া এ বিষয়ে বিভাগটির বিভাগীয় প্রধান আবু বক্কর সিদ্দিক সোহেল বলেন, ‘কোর্স বণ্টন নিয়ে আমাদের মধ্যে কথা হয়েছে। এর বাইরে আমি কোনো মন্তব্য করবো না।’

দুই শিক্ষকের এই মারামারির ঘটনা পুরো ক্যাম্পাসেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ প্রতিক্রিয়া জানাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

এ ব্যাপারে বেশ কিছু শিক্ষকদের সাথে যোগাযোগ করা হলে তারা নাম প্রকাশ না করার শর্তে মন্তব্য করেন। নাম প্রকাশে অনিচ্ছুক অধ্যাপক পদমর্যাদার এক শিক্ষক বলেন, ‘এটা কখনোই শিক্ষকসুলভ আচরণ না। শিক্ষার্থীরা একটা খারাপ উদাহরণ পেলো এই ঘটনায়। এই ঘটনায় আমরা বিব্রত।’

নাম প্রকাশে অনিচ্ছুক সহযোগী অধ্যাপক পদমর্যাদার আরেক শিক্ষক বলেন, ‘আমাদের মূল্যবোধগুলো ধীরে ধীরে সংকুচিত হয়ে আসছে। যার ফলে হচ্ছে এই আলোচিত ঘটনা। আমাদের এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে। আরো পেশাদারিত্বের সাথে বিষয়গুলো নিয়ন্ত্রণ করতে হবে।’

এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও আইন অনুষদের ডিন অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন জানান, ‘আমি শিক্ষক হিসেবে এই ঘটনায় বিব্রত। আইন অনুষদের শিক্ষকরা আমার কাছে এসেছিল। তারা এ ঘটনায় অনুতপ্ত বলে জানিয়েছে আমাকে। সামনের দিনে তারা মিলেমিশে কাজ করবে বলে কথা দিয়েছে। তবে কোনো লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ দিলে তদন্ত কমিটির মাধ্যমে ব্যবস্থা নেয়া হতো।’

এ সম্পর্কিত আরও খবর