শিক্ষা-গবেষণায় উন্নয়ন আর ভূমিকম্পের ঝাঁকুনি: বছর জুড়ে আলোচনায় কুবি

, ক্যাম্পাস

অনন মজুমদার, বার্তা২৪.কম, কুমিল্লা বিশ্ববিদ্যালয় | 2023-12-30 21:32:56

বছরজুড়ে দৈনিকের শিরোনামে ছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। শিক্ষা ও গবেষণায় শিক্ষক-শিক্ষার্থীদের আগ্রহ বৃদ্ধির পাশাপাশি বেশ নাড়া দিয়েছে বছরের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। বছরের শুরুতে প্রক্টরের বিরুদ্ধে আন্দোলন, উপাচার্যের বক্তব্য বিকৃতি থেকে বছরের শেষ পর্যায়ে দুই শিক্ষকের মারামারির ঘটনা বেশ সমালোচনার জন্ম দিয়েছে।

কি কি আলোচনায় ছিলো, সেটির একটি তালিকা করেছেন বার্তা২৪. কমের কুবি করেসপন্ডেন্ট।

কুবিতে শিক্ষামন্ত্রী  ডা. দীপু মনিঃ

আগের বছরের সূত্র ধরে এবছরের ১৯ জানুয়ারি ১৭ জন শিক্ষককে দেওয়া হয় ভাইস চ্যান্সেলর সম্মাননা। এসময় উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। একই দিন দীপু মনি নতুন শিক্ষক ডরমেটরি ও গেস্টহাউজের উদ্বোধনও করেন।

‘প্রক্টর-বিরোধী' আন্দোলনঃ

শিক্ষার্থী মারধরের ঘটনার সুরাহা করতে না পারা এবং ‘অছাত্র ও সন্ত্রাসীদের মদদ দেওয়া’র অভিযোগ দেখিয়ে কুবির প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকীর বিরুদ্ধে পর পর তিনদিন মানববন্ধন করা হয়। এসময় কুবি শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা সাধারণ শিক্ষার্থীর ব্যানারে মানববন্ধন ও মিছিলের মাধ্যমে এই ‘প্রক্টরবিরোধী' আন্দোলন চালিয়ে যান।

কুবির প্রথম থিম সংঃ

১৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে উদ্বোধন করা হয় কুবির প্রথম থিম সংটি। এই ‘থিম সং’ এর ভাবনা ছিল উপাচার্য ড. এ এফ এম আবদুল মঈন-এর। গানের কথা লিখেছেন উপাচার্য, নৃবিজ্ঞান বিভাগের প্রভাষক অমিত দত্ত এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক কাজী এম. আনিছুল ইসলাম। গানটির সুরকার হিসেবে ছিলেন অমিত দত্ত। মূলত কুবির মিশন ও ভিশনের সাথে মিল রেখেই এর রচনা করা হয়। এই গানের মধ্যে ফুটিয়ে তুলো হয়েছে দেশের কথা এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কথা। এদিনের আয়োজনে আমন্ত্রণ জানানো হয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদেরও।

শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্তি ও কর্মীসভাঃ

গত ৬ মার্চ বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগ সাংগঠনিক মেয়াদোত্তীর্ণ হওয়া, সাংগঠনিক নিষ্ক্রিয়তা, শৃঙ্খলাহীনতা, গঠনতন্ত্র পরিপন্থী কার্যকলাপে সম্পৃক্ত থাকার কারণ দেখিয়ে শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত হওয়ার ঘোষণা দিয়েও তা তুলে নেওয়া হয়। পরে ৩০ সেপ্টেম্বর ফের একই কারণ দেখিয়ে কমিটি বিলুপ্তির ঘোষণা করা হয়।

শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্তির পর সংগঠনের গতিশীলতা আনয়নে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে কর্মীসভা হয় গত ৯ অক্টোবর। এদিন কেন্দ্রীয় ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত থেকে পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত গ্রহণ করেন।

উপাচার্যের বক্তব্য বিকৃতিঃ

গত ৩১ জুলাই, মার্কেটিং বিভাগের এক অনুষ্ঠানে বক্তব্যে ‘ক্রিটিক্যাল থিংকিং' এর উদাহরণ দিতে গিয়ে বলা এক বক্তব্যকে কেন্দ্র করে বেশ আলোচনার জন্ম দেন কুবি উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন।

 

কুমিল্লা বিশ্ববিদ্যালয়

 

শিক্ষার্থী বহিষ্কারঃ

কর্তব্য পালনে বাধা, শিক্ষককে হেনস্থা ও বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাভঙ্গের দায়ে গত ৭ মার্চ সাময়িক বহিষ্কার করা হয় এনায়েত উল্ল্যাহ ও মো. সালমান চৌধুরীকে।

৩১ জুলাই, কুবি উপাচার্যের বক্তব্য বিকৃতি করে প্রকাশ করায় সাময়িক বহিষ্কার করা হয় দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি ও ইংরেজি বিভাগের ২০১৭-১৮ বর্ষের শিক্ষার্থী ইকবাল মনোয়ারকে।

চাকরিচ্যুত হন কুবির কর্মচারীঃ

কোনো প্রকার ছুটি না নিয়ে কর্মস্থলে অনুপস্থিত থাকায় চাকরিচ্যুত হন কুবির এস্টেট শাখার অফিস সহকারী কাম ডাটা প্রসেসর মনোয়ারা বেগম।

মোবাইল অ্যাপ ও ‘ক্যান' প্রকল্পঃ

আগের বছরের উন্নত ওয়েবসাইটের সাথে এবছর চালু করা হয় কুবির প্রথম মোবাইল অ্যাপ্লিকেশন৷ পাশাপাশি উন্নত নেটওয়ার্ক ব্যবস্থার জন্য প্রায় আড়াই কোটি টাকার সম্প্রসারিত নেটওয়ার্ক প্রকল্প ‘ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক’ (ক্যান) এর উদ্বোধন করা হয়।

শিক্ষা-গবেষণায় উন্নতিঃ

গতবছর শুরু হওয়া শিক্ষার্থীদের জন্য ভাইস চ্যান্সেলর বৃত্তির সংখ্যা এবার বেড়ে দাঁড়িয়েছে ৩৯৭ জনে। পাশাপাশি এবছর যুক্ত হয়েছে খেলাধুলায় অবদান রাখা শিক্ষার্থীদের জন্য স্পোর্টস স্কলারশিপও।

গবেষণার উন্নয়নে ১৮ জুন বিসিএসআইআরের সাথে এবং শিক্ষাক্ষেত্রে উন্নয়নে গত ২১ ও ২৫ জুলাই মালয়েশিয়ার দুটি বিশ্ববিদ্যালয়ের সাথে চুক্তি করে কুবি। পাশাপাশি গতবারের মতো এবারও গুচ্ছ ভর্তি পরীক্ষায় আসনপ্রতি আবেদনে শীর্ষে ছিল কুবি।

গবেষণার ক্ষেত্রে এবছর শিক্ষক-শিক্ষার্থীদের আগ্রহ ঈর্ষণীয়। অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্সের ওয়েবসাইটে সর্বশেষ প্রকাশিত বিশ্বসেরা গবেষকদের তালিকায় স্থান পেয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৮৮ জন। গত সংস্করণে এ সংখ্যা ছিল ৫৯ জন।

কুবি শিক্ষার্থীদের গিনেস রেকর্ড থেকে চাঁদ ছোঁয়াঃ

নতুন বছরই চাঁদে যেতে পারে বাংলাদেশের শিক্ষার্থীদের তৈরি একটি ন্যানো-স্যাটেলাইট। এতে যুক্ত ছিলেন কুবির পদার্থবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী ১০ম ব্যাচের শিক্ষার্থী সঞ্জিত মন্ডল।

গত ২১ মার্চ ৩০ সেকেন্ডে সর্বোচ্চ ৬৫ বার ড্রাম স্টিক ঘুরিয়ে ও এক মিনিটে ১২৫ বার ঘুরিয়ে দুটি রেকর্ড করেন ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের শিক্ষার্থী ইরফান আনোয়ার তুষার।

স্নাতকে (সম্মান) ভালো ফলাফলের ওপর ভিত্তি করে সমগ্র বাংলাদেশ থেকে 'প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৯' এর জন্য প্রাথমিকভাবে মনোনীত ১৭৮ জনের মধ্যে আছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী। পাঁচজনই নারী শিক্ষার্থী।

খেলাধুলায় কুবিঃ

২৪ জানুয়ারি কুবির ইতিহাসে প্রথমবারের মতো মেয়েদের ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয়। এদিন দুই ছাত্রী হলের শিক্ষার্থীদের মধ্যকার ম্যাচে শেখ হাসিনা হলকে পরাজিত করে নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী হল।

এছাড়া কুবিকে খেলাধুলায় এগিয়ে নিয়ে যেতে এবছরের ২৭ সেপ্টেম্বর উদ্বোধন করা হয় স্পোর্টস কমপ্লেক্স। খেলার ফলাফল দেখানোর উদ্যোগ নেওয়া হয় ক্রিকহিরোজ অ্যাপে। খেলোয়াড়দের মানোন্নয়নে আধুনিক স্কোরবোর্ড, গ্যালারি তৈরির পাশাপাশি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সহযোগিতা নেওয়ার আশ্বাস দেন কুবি উপাচার্য।

শিক্ষকদের থেকে কোটি টাকা ফেরতঃ

ছুটি শেষ হওয়ার পরও কর্মস্থলে যোগদান না করায় কুবির সাত শিক্ষক থেকে শিক্ষা ছুটিতে থাকাকালে ভোগ করা বেতন-ভাতার মোট এক কোটি ৩৭ লাখ ৬৭ হাজার ৭০৮ টাকা ফেরত আনে প্রশাসন। যা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এবারই প্রথম।

ভূমিকম্পে ফাটলঃ

গত ২ ডিসেম্বর, সারাদেশে হওয়া পাঁচ দশমিক ছয় মাত্রার ভূমিকম্পে কুবির চার আবাসিক হলসহ বিভিন্ন স্থাপনায় ফাটল ধরে। পরবর্তীতে দেশের অভিজ্ঞ প্রকৌশলীদের সমন্বয়ে একটি তদন্ত কমিটি এসে ফাটলগুলো পরীক্ষা করেন। তবে সে রিপোর্ট এখনও জমা দেননি তারা।

দুই শিক্ষকের মারামারিঃ

আইন বিভাগের একাডেমিক সভায় দুই শিক্ষকের মধ্যে কোর্স বণ্টন নিয়ে বাকবিতণ্ডা থেকে মারামারির ঘটনা ঘটেছে। দুই শিক্ষক হলেন সহকারী অধ্যাপক আবু বকর ছিদ্দিক (মাসুম) ও আলী মোর্শেদ কাজেম। যদিও তারা এই বিষয়ে প্রশাসনের কাছে কোনো অভিযোগপত্র দেননি।

যাদেরকে হারিয়েছে কুবিঃ

হৃদরোগে আক্রান্ত হয়ে গত ২০ জুলাই এ পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক শাহ একলিমুর রেজা। এছাড়া গলায় ফাঁস লাগিয়ে নিজ বাসায় আত্মহত্যা করেন ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার অনিক।

এ সম্পর্কিত আরও খবর