কুবি শিক্ষকের স্থায়ী বহিষ্কার চেয়ে শিক্ষার্থীদের স্মারকলিপি

, ক্যাম্পাস

কুবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুমিল্লা  | 2023-12-31 19:01:18

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আইন বিভাগের দুই শিক্ষকের মারামারির ঘটনায় এক শিক্ষকের স্থায়ী বহিষ্কার চেয়ে স্মারকলিপি দিয়েছে ওই বিভাগেরই শিক্ষার্থীরা। এতে শিক্ষার্থীরা ওই বিভাগের সহকারী অধ্যাপক মু. আলী মোর্শেদ কাজেমের স্থায়ী বহিষ্কার দাবি করেন।

রোববার (৩১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় উপাচার্য বরাবর দেওয়া এক স্মারকলিপিতে এই দাবি জানানো হয়।

স্মারকলিপিতে বলা হয়, ‘আইন বিভাগের শিক্ষক মু. আলী মোর্শেদ কাজেমের নাম্বার টেম্পারিং করার কারণে আইন বিভাগের শিক্ষার্থীদের জীবন দুর্বিষহ হয়ে গিয়েছে। তিনি ভালোভাবে খাতা মূল্যায়ন না করেই নাম্বার দেন এবং তার সাথে ভালো সম্পর্ক আছে কিংবা কোনো ক্ষোভ আছে সেগুলোর ভিত্তিতে তিনি নাম্বার টেম্পারিং করেন। তাছাড়া তিনি প্রতি ব্যাচের দুই/একজন নারী শিক্ষার্থীদের টার্গেট করেন এবং তাদের প্রথম বা দ্বিতীয় বানানোর জন্য নাম্বার টেম্পারিং করেন এবং তার প্রস্তাবে কেউ অসম্মতি জানালে তার অ্যাকাডেমিক জীবনে ধস নামিয়ে দেন।’

স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, ‘সম্প্রতি তার দ্বারা বিভাগের সাবেক চেয়ারম্যান আবু বকর ছিদ্দিক (মাসুম)-কে মারধরের ঘটনায় বিভিন্ন পত্রিকার যে শিরোনাম হয়েছে তার ফলে বিভাগের শিক্ষার্থীরা বিব্রতকর পরিস্থিতিতে পড়ছে। তাছাড়া তিনি পূর্বেও এমন মারামারির ঘটনায় জড়িত হয়েছেন বলেও উল্লেখ আছে।’

‘এর আগে তিনি বিভাগের একজন ম্যাডামকে মারতে তেড়ে গেছেন এবং বিভাগের কর্মচারী ফরিদকে মারধর করেছেন। তিনি নারী শিক্ষার্থীদের রাতে তার বাসায় দাওয়াত দেন, ইনবক্সে রাতে নক দিয়ে বিরক্ত করেন। পছন্দের ছাত্রীর সাথে কথা বলায় বিভাগের এক ছাত্রের রেজাল্টে টানা তিন সেমিস্টার সি গ্রেড দিয়েছেন। তিনি ক্লাসে পড়াতে পারেন না এবং খাতাও যথাযথভাবে মূল্যায়ন করেন না।’

এই স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন আইন বিভাগের শিক্ষার্থী সাব্রি সাবেরিন গালিব, ওসমান জয় মানিক, ইব্রাহীম খলিল, দেবব্রত রায় চৌধুরী, মো. শামিম আহমেদ, ইফতেখার, মহিবুল, দেব প্রকাশ চক্রবর্তী, বোরহান এবং সাকিব।

এ সম্পর্কিত আরও খবর