ঢাবির জগন্নাথ হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

, ক্যাম্পাস

ঢাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-01-16 18:47:16

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ভাস্কর্য বিভাগের স্নাতক (সম্মান) ১ম বর্ষের শিক্ষার্থী উচাথোয়াই মারমা চ্যাম্পিয়ন এবং বাংলা বিভাগের এমএস শ্রেণির শিক্ষার্থী শুভ বালা রানার্স-আপ হয়েছেন।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল কেন্দ্রীয় খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। খেলা শেষে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মিহির লাল সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় এ্যাথলেটিকস কমিটির সভাপতি অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো.নিজামুল হক ভূইয়া, শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ড. অসীম সরকার, কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক মো.শাহজাহান আলী, জগন্নাথ হল ক্রীড়া কমিটির অহ্বায়ক মি. উচিৎলয়েনসহ বিভিন্ন হলের প্রাধ্যক্ষ এবং আবাসিক শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ ও সুস্থতা বজায় রাখতে এবং পড়াশোনায় মনোযোগ বৃদ্ধিতে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। যেসব শিক্ষার্থী লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সহশিক্ষা কার্যক্রমের সাথে সম্পৃক্ত থাকে তারা সকল ক্ষেত্রে জয়-পরাজয় মেনে নিতে পারে এবং নিজেকে সমাজে যোগ্য হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে। বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধিতে শিক্ষা ও গবেষণার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনেও জগন্নাথ হলের শিক্ষার্থীরা যথাযথ ভূমিকা রাখবে বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।

কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানান। দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে জ্ঞান অর্জনের সাথে সাথে নিয়মিত শরীর চর্চা, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, জগন্নাথ হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ২৪টি ইভেন্টে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও স্বেচ্ছাসেবকরাও অংশ নেয়।

এ সম্পর্কিত আরও খবর