চবি ছাত্রলীগের উদ্যোগে সেশনজট নিরসনের দাবিতে র‍্যালি ও সমাবেশ

, ক্যাম্পাস

চবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম | 2024-02-18 19:01:30

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের উদ্যোগে সেশনজট নিরসন ও অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী শিক্ষা কার্যক্রম বাস্তবায়নের দাবিতে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৮ ফেব্রুয়ারি) র‍্যালিটি দুপুর একটায় বিশ্ববিদ্যালয়ের আলাওল ও এ এফ রহমান হল সংলগ্ন এলাকা থেকে শুরু হয়ে কাটাপাহাড় প্রদক্ষিণ করে শহীদ মিনার হয়ে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়।

র‍্যালির পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন চবি শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াস।

তিনি এসময় বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনেক বিভাগ জটমুক্ত থাকলেও কিছু বিভাগে এটি অভিশাপের মতো হয়ে দাঁড়িয়েছে। চার বছরের অনার্স চার বছরে এবং এক বছরের মাস্টার্স এক বছরে শেষ করতে পারাটা শিক্ষার্থীদের অধিকার। শিক্ষকদেরও যদি গাফিলতি থাকে সেটিকে সমাধান করে একটি সুন্দর বিশ্ববিদ্যালয় সৃষ্টি করতে হবে, যেখানে অ্যাকাডেমিক কার্যক্রম সুন্দরভাবে পরিচালিত হবে। বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ সেশনজট মুক্ত থাকবে।

এ সম্পর্কিত আরও খবর