রাবিতে স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

বিবিধ, ক্যাম্পাস

রাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-23 21:10:36

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ সময় বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা ও দোয়া-মোনাজাত করেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. এম এ বারীর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুস সোবহান, উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা, ছাত্র উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানু ও প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান প্রমুখ।

আব্দুস সোবহান বলেন, ‘৭৫ পরবর্তী দীর্ঘ সময় বাংলাদেশে এ দিবসটি পালন করা হয়নি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকে জাতীয়ভাবে দেশব্যাপী এ দিনটি পালন করা হয়।’

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্বেচ্ছাসেবী, সামাজিক, সাংস্কৃতিকসহ বিভিন্ন সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে।

এ সম্পর্কিত আরও খবর