চবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

, ক্যাম্পাস

চবি করেসপন্ডেন্ট বার্তা২৪. কম | 2024-03-13 05:13:17

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি)  ‘বি’ ইউনিটের প্রথম বর্ষ ২০২৩-২৪ শিক্ষাবর্ষের (স্নাতক) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে পাস করেছেন ১৬ হাজার ৩৮৩ জন। পাসের হার ২৮ দশমিক ৭ শতাংশ।

মঙ্গলবার (১২ মার্চ) রাত সাড়ে ১০টায় ফলাফল প্রকাশ করা হয়। ফলাফল প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছেন আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ খায়রুল ইসলাম।

এর আগে গত শুক্রবার (৮ মার্চ) অনুষ্ঠিত হওয়া চবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন ৫৭ হাজার ৭৫ জন। এরমধ্যে পাস করেছেন ১৬ হাজার ৩৮৩ জন। পাসের হার ২৮ দশমিক ৭ শতাংশ। অকৃতকার্য হয়েছেন ৪০ হাজার ৬৯২ জন।

ভর্তি পরীক্ষার ফলাফল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেজের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। তবে পরীক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে ভর্তি পরীক্ষার আইডি লগইন করেও ফলাফল জানতে পারবেন।

এ সম্পর্কিত আরও খবর