দ্রুত ডাকসু নির্বাচনের তফসিল চায় ছাত্রলীগ

বিবিধ, ক্যাম্পাস

ঢাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 16:58:12

অনতিবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের তফসিল ঘোষণাসহ ১৪ দফা দাবিতে মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগ। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সংগঠনের কেন্দ্রীয় নেতারাও অংশ নেন।

বুধবার (১৬ জানুয়ারি) বিকালে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে মি‌ছিল পরবর্তী এক সমাবেশে দাবিগুলো পেশ করে সংগঠনটি। এর আগে 'স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য’ শীর্ষক একটি মিছিল বের করে ছাত্রলীগ। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিন থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অপরাজেয় বাংলার পাদদেশে গিয়ে শেষ হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় ছাত্রলী‌গের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী ও ঢাবি ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস। সমা‌বে‌শে কেন্দ্রীয় ছাত্রলী‌গ সহ বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন হল শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে রেজওয়ানুল হক বলেন, 'বাংলাদেশ নেতৃত্বশূন্য হয়ে যাচ্ছে, তাই নতু নেতৃত্ব দরকার। আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দিতে হলে ডাকসুর মাধ্যমে মেধাবী নেতৃত্ব সৃষ্টি করতে হবে। আগামী মার্চের মধ্যে ডাকসু নির্বাচন চাই।’

রাব্বানী বলেন, 'সাধারণ শিক্ষার্থীরা তাদের কথাগুলো বলার জন্য একটি প্ল্যাটফর্ম খুঁজছে, যেটি গত ২৮ বছরে আমরা পাইনি। প্রশাসনের যে গড়িমসি, তা থেকে আমরা মুক্তি চাই। অবিলম্বে ডাকসু নির্বাচনের তফসিল চাই।’

সনজিত চন্দ্র দাস বলেন, 'হাইকোর্ট যে রায় দিয়েছে, তার প্রতি আমরা সাধারণ ছাত্ররা অবশ্যই শ্রদ্ধাশীল। সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য অবশ্যই ডাকসু নির্বাচন চাই।'

ডাকসু নির্বাচন নিয়ে ছিনিমিনি খেলা সহ্য করা হবে না উল্লেখ করে সাদ্দাম হোসেন বলেন, ‘অনেক স্বপ্ন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেও বিশ্ববিদ্যালয় আমাদের সিটের নিশ্চয়তা দেয় না।’

‘প্রশাসনকে বলতে চাই, আবাসন সংকটের উপর ভিত্তি করে, সিট দখলকে কেন্দ্র করে ছাত্রলীগ রাজনীতি করতে চায় না। আমাদের রাজনীতি করতে গণরুমের দরকার নেই, ভালবাসা দিয়ে রাজনীতি করতে চাই।'

এ সম্পর্কিত আরও খবর