তথ্যমন্ত্রীর সাথে জাবিসাসের সৌজন্য সাক্ষাৎ

বিবিধ, ক্যাম্পাস

জাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 06:27:26

 

বাংলাদেশ সরকারের তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) সদস্যরা।

বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টায় বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগে এ সাক্ষাৎ হয়।

এ সময় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সাথে কুশলাদি বিনিময় করেন। এছাড়া বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে নবম ওয়েজবোর্ড ফলো করার ব্যাপারে আশাবাদ প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, পরিবেশ বিজ্ঞান বিভাগের সভাপতি মোহম্মদ আমির হোসেন ভূঁইয়া, জাবিসাসের সাধারণ সম্পাদক হাসান আল মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক জাবেদ, দফতর ও দপ্তর ও প্রকাশনা সম্পাদক শরিফুল ইসলাম সীমান্ত, কার্যকরী সদস্য রুদ্র আজাদ, সদস্য মাহাবুব আলম, আব্দুল্লাহ আল মাসুম, আবু নাঈম, ওসমান গনি রাসেল।

উল্লেখ্য, সাক্ষাতের আগে খণ্ডকালিন শিক্ষক হিসেবে জাবি পরিবেশ বিজ্ঞান বিভাগের ৪২ তম ব্যাচের একটি ক্লাস নেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বিকেল সাড়ে চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ উপর ক্লাস নেন তিনি। তথ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এবার প্রথম ক্লাস নেন। এর আগে একই কোর্সে তিনি ১০টি ক্লাস নেন এবং এটাই ছিল সর্বশেষ ক্লাস।

এ সম্পর্কিত আরও খবর