ডাকসু নির্বাচন: সাধারণ শিক্ষার্থীদের প্রাধান্য দেবে কোটা আন্দোলনকারীরা

বিবিধ, ক্যাম্পাস

সোহানুর রহমান, ঢাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-24 05:49:16

দীর্ঘ ২৮ বছর পর আগামী ১১ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং হল সংসদ নির্বাচন। আগামী মাসের প্রথম সপ্তাহেই ঘোষণা হতে পারে নির্বাচনের তফসিল।

ইতোমধ্যেই ডাকসু ও হল সংসদ নির্বাচনের আচরণবিধির খসড়া সক্রিয় ছাত্র সংগঠনগুলোর কাছে পাঠিয়েছে কর্তৃপক্ষ। এদিকে প্রার্থিতার জন্য প্যানেল গঠন করা নিয়ে সংগঠনগুলোর মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উদ্দীপনা। এবারের ডাকসু নির্বাচনে চারটি প্যানেল থাকতে পারে।

প্যানেলগুলো হলো- বাংলাদেশ ছাত্রলীগ, জাতীয়তাবাদী ছাত্রদল, প্রগতিশীল ছাত্রজোট এবং বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। যাদের মধ্যে ছাত্রলীগ, ছাত্রদল ও প্রগতিশীল ছাত্রজোট তিনটি রাজনৈতিক ছাত্র সংগঠন হলেও বাকিটা কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নয়। তারা মূলত কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল।

কোটা সংস্কার আন্দোলনকারীরা জানিয়েছেন, বিভিন্ন ছাত্র সংগঠন নিজ দলের আদর্শকে সামনে রেখে ডাকসু নির্বাচনে প্যানেল দেবেন। তবে তারা সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করবেন। এই লক্ষ্যে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে প্যানেল করে ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’ ব্যানারে নির্বাচনে অংশ নিতে চান তারা।

এ বিষয়ে সংগঠনটির আহ্বায়ক হাসান আল মামুন বার্তা২৪.কমকে বলেন, ‘আমাদের নির্বাচনে যাওয়ার মূল লক্ষ্য হলো- সাধারণ শিক্ষার্থীদের দাবি আদায় করা। সেক্ষেত্রে সাধারণ শিক্ষার্থীদের নিয়েই আমরা প্যানেল করব। আমরা নির্বাচনে যাচ্ছি সাধারণ শিক্ষার্থীদের সমর্থন নিয়ে। আমরা কোটা সংস্কারের জন্য যে আন্দোলন করেছি সেটাও সাধারণ শিক্ষার্থীদের দাবি ছিল।’

তিনি আরও বলেন, ‘যেহেতু আমাদের সংগঠনটি অরাজনৈতিক এবং আমরা স্বতন্ত্রভাবে নির্বাচন করব, তাই আমরা আশা করছি, সাধারণ শিক্ষার্থীরা আমাদের সমর্থন করবেন। তবে সেটা নির্ভর করবে নির্বাচনের সুষ্ঠু পরিবেশের ওপর।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী বলেন, ‘রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো দলের এজেন্ডার বাইরে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে কথা বলতে পারে না। সেক্ষেত্রে আমরা যেহেতু কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নই, সেহেতু আমরা সব সময় সাধারণ শিক্ষার্থীদের দাবি আদায় নিয়ে কাজ করতে পারব।'

সাধারণ শিক্ষার্থীদের নিয়ে প্যানেল গঠনের বিষয়ে পরিষদের যুগ্ম-আহ্বায়ক নুরুল হক নুর বার্তা২৪.কমকে বলেন, ‘বিভিন্ন সময়ে আমরা সাধারণ শিক্ষার্থীদের দাবি আদায়ে আন্দোলন করেছি। সেই জায়গা থেকে শিক্ষার্থীদের অধিকার আদায়ে আমরা নীতিগতভাবে ডাকসু নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা আশা করি, ডাকসু নির্বাচন অর্থপূর্ণ করতে যা করা প্রয়োজন বিশ্ববিদ্যালয় প্রশাসন সেটা করবে।’

এ সম্পর্কিত আরও খবর