মঙ্গলবার থেকে ৩ দিন অর্ধদিবস কর্মবিরতিতে যাবে জাবির শিক্ষকরা

, ক্যাম্পাস

জাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-06-24 22:06:24

অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত পেনশন সংক্রান্ত প্রজ্ঞাপনকে ‘বৈষম্যমূলক’ আখ্যা দিয়ে তা প্রত্যাহার, সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের স্বতন্ত্র বেতনস্কেল প্রবর্তনের দাবিতে মঙ্গলবার (২৫ জুন) থেকে ৩ দিন অর্ধদিবস কর্মবিরতি পালন করবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষকগণ৷

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শাহেদ রানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কর্মবিরতি সংক্রান্ত এ ঘোষণা দেওয়া হয়। এছাড়া আগামী ০১ জুলাই থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পূর্ণদিবস কর্মবিরতির ঘোষণাও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়৷

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি থেকে আগামী ২৫, ২৬ ও ২৭ জুন অর্ধদিবস কর্মবিরতি পালন করবেন শিক্ষকরা। পরে ৩০ জুন পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে৷ তবে এ সময়ে অনুষ্ঠাতব্য পরীক্ষাসমূহ কর্মবিরতির আওতামুক্ত থাকবে৷ এছাড়া আগামী ০১ জুলাই থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত সর্বাত্মক কর্মবিরতি পালন করা হবে।

এর আগে, চলতি বছরের ১৩ মার্চ অর্থ মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে সর্বজনীন পেনশন ব্যবস্থা প্রত্যয় স্কিমে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্ত করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী আগামী ০১ জুলাই থেকে নিয়োগপ্রাপ্তরা এই স্কিমের অন্তর্ভুক্ত বলে বিবেচিত হবেন বলে জানানো হয়।

এ সম্পর্কিত আরও খবর