ডাকসু নির্বাচন: ইসলামী শাসনতন্ত্রের পোস্টারে ‘সয়লাব’ ক্যাম্পাস

বিবিধ, ক্যাম্পাস

তপন কান্তি রায়, স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা ২৪.কম | 2023-08-26 18:04:09

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে মুখরিত ক্যাম্পাস। তবে ক্যাম্পাসে হঠাৎ বেড়েছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের (ইশা) তৎপরতা। মধুর ক্যান্টিনসহ আশপাশের বিভিন্ন ভবনের দেয়ালে পোস্টার সাঁটিয়ে সয়লাব করেছে সংগঠনটি। তবে নির্বাচনের আগে ধর্মভিত্তিক সংগঠনটির তৎপরতায় উদ্বেগ প্রকাশ করেছে ক্যাম্পাসে থাকা সক্রিয় ছাত্র সংগঠনগুলো।

জানা গেছে, ডাকসু নির্বাচনে অংশ নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানিয়ে আসছে ধর্মভিত্তিক এ সংগঠনটি। একই দাবিতে গত ২৩ জানুয়ারি ক্যাম্পাসে মিছিলও করে সংগঠনের কয়েকজন কর্মী।

মিছিলের প্রেক্ষিতে প্রগতিশীল ছাত্রজোট বিজ্ঞপ্তিতে জানায়, ক্যাম্পাসে ধর্মভিত্তিক সংগঠনের প্রকাশ্য মিছিলের ঘটনায় তারা হতবাক। বিশেষ করে প্রশাসনের নীরবতা তাদের আরও ভাবিয়ে তুলেছে।

তবে প্রগতিশীল জোটের এ ধরনের আচরণকে প্রতিক্রিয়াশীল ও পশ্চাৎপদ উল্লেখ করে পাল্টা বিবৃতিও দেয় ইসলামী শাসনতন্ত্র। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইসলাম একটি আদর্শিক জীবন ব্যবস্থা, যা থেকে রাজনীতিকে বিচ্ছিন্ন করে ভাবার কোনো সুযোগ নেই। ইসলাম তার আদর্শিক সৌন্দর্য ও ঐতিহ্য দিয়ে দেড় হাজার বছর বিশ্ব শাসন করেছে।

প্রগতিশীল জোটভুক্ত সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ঢাবি শাখা সভাপতি সালমান সিদ্দিক বার্তা২৪.কম’কে বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় অসাম্প্রদায়িক চেতনা লালন করে। ডাকসু নির্বাচন ঘিরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ধর্মভিত্তিক ছাত্র সংগঠনের এ ধরনের তৎপরতায় আমরা উদ্বেগ প্রকাশ করছি।’

তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের পরিবেশ পরিষদের সভার সিদ্ধান্ত অনুযায়ী সক্রিয় ১৩টি ছাত্র সংগঠন ডাকসু নির্বাচনে অংশ নিতে পারবে। ফলে এই নির্বাচনে যাতে কোনো ধর্মভিত্তিক সংগঠন অংশ নিতে না পারে। এরপরও যদি ক্যাম্পাসে ধর্মভিত্তিক সংগঠন কার্যক্রম পরিচালনা করে, সেটা উদ্বেগজনক।’

ছাত্রলীগের ঢাবি শাখার সভাপতি সনজিত চন্দ্র দাস বার্তা২৪.কম’কে বলেন, ‘আমরা চাই না, ধর্মকে আশ্রয় করে রাজনীতি করে এমন ছাত্র সংগঠন ডাকসু নির্বাচনে অংশ নিক। ক্যাম্পাসে তাদের (ইশা) তৎপরতায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।’

ঢাবি প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রাব্বানী বার্তা২৪.কম’কে বলেন, ‘ঐতিহ্যগতভাবে বিশ্ববিদ্যালয় পরিবেশ পরিষদের যে ১৩টি সংগঠন আছে এবং বিশ্ববিদ্যালয়ের টিএসসি কেন্দ্রিক গড়ে উঠা সাংস্কৃতিক সংগঠন ডাকসু নির্বাচনে অংশ নিতে পারবে। কোনো নিষিদ্ধ সংগঠন নির্বাচন করতে পারবে না।’

এ সম্পর্কিত আরও খবর