সরকারি চাকরিতে কোটা-পদ্ধতি বাতিল, ২০১৮ সালের পরিপত্র পুনর্বহাল-সহ মোট চার দফা দাবিতে কোটা বিরোধী আন্দোলন শুরু করেছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা।
শনিবার (৬ জুলাই) দুপুর ১২টায় ঢাকা কলেজের মূল গেটের সামনে বিক্ষোভের মধ্য দিয়ে আন্দোলনের শুরু হয়।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা কোটা বিরোধী বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন। আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, সংসদে প্রধানমন্ত্রীর ঘোষণার বাস্তবায়ন চাই। কোটা নয় মেধার ভিত্তিতে চাকরির নিশ্চয়তা চাই। ঢাকা কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভটি ঢাকা কলেজ হয়ে সাইন্সল্যাব ঘুরে নীলক্ষেতে শেষ হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, ২০১৮ সালের পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠনপূর্বক দ্রুত সময়ের মধ্যে সরকারি চাকরির সমস্ত গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাদ দেওয়া (সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী ব্যতীত)। সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় যেন কোটা সুবিধা একাধিকবার ব্যবহার করা না যায় এবং কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলোতে মেধা অনুযায়ী নিয়োগ দেওয়া হয় এবং দুর্নীতিমুক্ত, নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়।