রাকসু নির্বাচনে সহাবস্থানের দাবি ছাত্রদলের

বিবিধ, ক্যাম্পাস

রাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-30 17:11:02

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে সহাবস্থানের দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। সোমবার (২৮ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমানের সঙ্গে দেখা করে এই দাবি জানান তারা।

এ সময় ছাত্রদলের নেতারা বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তারও দাবি জানান। একই সঙ্গে, রাকসু নির্বাচনে অন্য সব ছাত্র সংগঠনের সহাবস্থান নিশ্চিত করারও আহবান জানান তারা। পরে প্রক্টরের কাছে ছাত্রদলের গঠনতন্ত্র তুলে দেন নেতাকর্মীরা।

সাক্ষাৎকালে রাবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান আহম্মেদ রাহী, সামসুদ্দীন চৌধুরী সানীন, রাশেদ আলী, প্রচার সম্পাদক মেহেদী হাসান, ছাত্রনেতা শরীফ হোসেন, তুষার আহম্মেদ, এস.এম.আল-আমিন, ও হিমেল আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘ছাত্রদলের নেতাকর্মীরা এসেছিল। তারা তাদের সংগঠনের গঠনতন্ত্র জমা দিয়ে গেছে। তারিখ নির্ধারিত হলে পরে তাদের ডাকা হবে।’

এ সম্পর্কিত আরও খবর