খুবিতে জব ফেয়ারে তরুণ-তরুণীদের ভিড়

বিবিধ, ক্যাম্পাস

স্টাফ করেসপন্ডেন্ট, খুলনা, বার্তা২৪.কম | 2023-08-18 16:29:35

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ‘খুলনা আইটি-আইটিইএস জব ফেয়ার-২০১৯’ শুরু হয়েছে। বুধবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের অদম্য বাংলার সামনে দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর মো. শরীফ হাসান লিমন, মেলার সমন্বয়কারী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মো. এনামুল হক এবং আয়োজকদের পক্ষে এলআইসিটি প্রকল্প পরিচালক রেজাউল করিম, এল আইসিটি প্রকল্পের কম্পোনেন্ট টিম লিডার সামি আহমেদ, অগমেডিক্স বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর রাশেদ মুজিব নোমান এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

উদ্বোধনের পরপরই তথ্যপ্রযুক্তি খাতে ক্যারিয়ার গড়তে আগ্রহী চাকরি প্রত্যাশী তরুণ-তরুণীদের ভিড় শুরু হয়। এ মেলার আয়োজক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের আওতায় লিভারেজিং আইসিটি ফর গ্রোথ, এমপ্লোয়মেন্ট অ্যান্ড গভর্নেন্স প্রজেক্ট (এলআইসিটি), সহযোগিতায় রয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্য)।

মেলায় শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক, যশোরের ১১টি প্রতিষ্ঠানসহ দেশের শীর্ষস্থানীয় ২৫টি আইটি কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত থেকে চাকরিপ্রার্থী আগ্রহী তরুণ-তরুণীদের সাক্ষাৎকার নেন এবং প্রাথমিকভাবে নির্বাচিত করেন।

চাকরি মেলায় যোগ দেওয়ার জন্য গত ১০ দিনে কয়েক হাজার স্নাতক পর্যায়ের শিক্ষার্থী অনলাইনে নিবন্ধন করেন। জব ফেয়ারের অন্যতম আকর্ষণ হচ্ছে ডব্লিউ-থ্রি ইঞ্জিনিয়ার্সের ব্যবস্থাপনা পরিচালক আয়েশা সিদ্দিকার ক্যারিয়ার ইন আইসিটি আউটসাইট ঢাকা শীর্ষক সেমিনার এবং কাজী আইটির সিইও মাইক কাজীর সঞ্চালনায় কাজী আই রিক্রুটমেন্টের আওয়ার দুটি বিশেষ সেশন।

এ সম্পর্কিত আরও খবর