চবি ভিসি, প্রক্টর, প্রভোস্টদের পদত্যাগের দাবিতে আল্টিমেটাম

, ক্যাম্পাস

চবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-08-08 01:41:15

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য, প্রক্টরিয়াল বডি, হল প্রভোস্টদের পদত্যাগের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বক ও চবি শিক্ষার্থী রাসেল আহমেদ।

বুধবার (৭আগস্ট) রাত পৌনে ১২টায় রাসেল আহমেদ তার ব্যাক্তিগত ফেসবুক লাইভে এই ঘোষণা দেন।

কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ ভিডিও বার্তায় জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত শিক্ষার্থীদের ওপর চালানো ছাত্রলীগের সন্ত্রাসী হামলার সময় চবি উপাচার্য ও প্রক্টোরিয়াল বডি নিরব ভূমিকা পালন করে। শিক্ষকদের বাসায় বোমা মারা হয় এরপরও তারা কোন পদক্ষেপ নেননি। উপরন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের হল থেকে বের করে ছাত্রলীগের জন্য জায়গা করে দিয়েছে।


তিনি আরও বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে যদি উপাচার্য ও প্রক্টোরিয়াল বডি পদত্যাগ না করেন তাহলে আমরা বিশ্ববিদ্যালয় ঘেরাও করে আন্দোলন চালিয়ে যাব। নতুন উপাচার্য ও প্রক্টরিয়াল বডি আসার পর সিট বরাদ্দের মাধ্যমে আমরা সাধারণ শিক্ষার্থীরা হলে উঠব।

এ সম্পর্কিত আরও খবর