চবির দুই স্থাপত্য থেকে বঙ্গবন্ধু ও শেখ কামালের নামফলক ভেঙে ফেলেছে ছাত্রদল

, ক্যাম্পাস

স্টাফ করেসপন্ডেন্ট বার্তা২৪.কম | 2024-08-09 21:22:36

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও শেখ কামাল জিমনেসিয়ামের নামফলক ভেঙে ফেলেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নতুন নাম হৃদয় চন্ত্র তরুয়া ও শেখ কামাল জিমন্যাসিয়ামকে ফরহাদ হোসেন জিমন্যাসিয়াম নামে নামকরণ করার দাবি জানিয়েছে। তারা দুইজনই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশ ও ছাত্রলীগের হামলায় নিহত হয়েছেন।

শুক্রবার (৯ আগস্ট) বিকেলে এই স্থাপনার নাম মুছে সেখানে নিহত শিক্ষার্থীদের নামে ব্যানার ঝুলিয়ে দেয় ছাত্রদল। এই পদক্ষেপে নেতৃত্ব দিয়েছেন বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা হাবিব, আরিফ, রোকন, জাবেদ ও সাজ্জাদের নেতৃত্বে এ দুই স্থাপনার নামফলক মুছে দেওয়া হয়। তারা বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত চবি শিক্ষার্থী হৃদয় চন্দ্র তরুয়া ও ফরহাদ হোসেনের নামে ব্যানার টানিয়ে দেয়।

এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন গণমাধ্যমকে জানান, দেশকে স্বৈরাচার হাসিনা মুক্ত করেছে যারা, যারা এ দেশকে দ্বিতীয়বার স্বাধীন করতে গিয়ে শহীদ হয়েছে তাদেরকে স্মরণে রাখতে হবে। এ জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শেখ মুজিব হল ও শেখ কামাল জিমনেসিয়াম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত চবির দুই শিক্ষার্থীর নামে করতে হবে। আমাদের নেতাকর্মীরা আগের নামফলক মুছে শহীদদের নামে ব্যানার তুলে দিয়ে এসেছে।

এ সম্পর্কিত আরও খবর