বেরোবির ফজিলাতুন্নেছা মুজিব হল প্রভোস্ট বডির পদত্যাগ

, ক্যাম্পাস

বেরোবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-08-11 21:54:25

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট মীর তামান্না ছিদ্দিকাসহ প্রভোস্ট বডি পদত্যাগ করেছেন।

রবিবার (১১ আগস্ট) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের অতিরিক্ত পরিচালক ও অফিস প্রধান মোহাম্মদ আলী।

পদত্যাগকারী প্রভোস্ট বডির সহকারী প্রভোস্টরা হলেন, মৌটুসি রায়, মোছা. আইরিন আক্তার, মার্জিয়া সুলতানা, সোমাইয়া তাবাচ্ছুম, ইফফাত আরা বাঁধন,শরীফা আক্তার নিপা, খাদিজা শারমিন।

এর আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে ৬ আগস্ট (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. শরিফুল ইসলাম, পরিবহন পুলের পরিচালক ড. কামরুজ্জামান,বহিরাঙ্গন কার্যক্রমের দপ্তরের পরিচালক সাব্বীর আহমেদ চৌধুরী, ছাত্র উপদেষ্টা ও পরামর্শ দপ্তরের পরিচালক সৈয়দ আনোয়ারুল আজিম, সেন্ট্রাল লাইব্রেরি এন্ড ইনফরমেশন সেন্টারের গ্রন্থাগারিক  প্রফেসর ড. গাজী মাজহারুল আনোয়ার ও জাতির পিতা বঙ্গবন্ধু হলের প্রভোস্ট প্রফেসর ড. বিজন মোহন চাকী তাদের নিজ নিজ পদ থেকে পদত্যাগ করেন। এছাড়াও ৯ আগস্ট (শুক্রবার) ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. হাসিবুর রশীদ পদত্যাগ করেন।

এ সম্পর্কিত আরও খবর