ঢাকা কলেজের তিনটি ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক শিক্ষকরা পদত্যাগ করেছেন। তারা সবাই নিজ পদের কথা উল্লেখ করে বর্তমান পরিস্থিতিতে দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না বলে পদত্যাগপত্রে উল্লেখ করেছেন।
সোমবার (১২ আগস্ট) রাতে তারা কলেজ অধ্যক্ষ বরাবর পদত্যাগপত্র দিয়েছেন।
পদত্যাগ করা শিক্ষকরা হলেন- উত্তর ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক ওবায়দুল করিম, শহীদ ফরহাদ হোসেন ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক মোহাম্মদ নাসির উদ্দীন এবং দক্ষিণায়ন ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক কাজী মো. জাহাঙ্গীর আলম।
এর আগে, সকালে শিক্ষার্থীদের তোপের মুখে অন্যত্র বদলি অথবা পদায়নের আবেদন করেছেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ এবং উপাধ্যক্ষ অধ্যাপক এটিএম মইনুল হোসেন। তারা উভয়ই মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবের কাছে আবেদন করেছেন।