রোকেয়া হলে ফিরছেন ছাত্রীরা

, ক্যাম্পাস

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2024-08-13 18:51:30

কোটা সংস্কার আন্দোলনে সংঘাত সহিংসতার পর দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান ও হল গুলো জরুরি ভিত্তিতে বন্ধ ঘোষণা করা হয়। আন্দোলনের ভিত্তিতে সাবেক প্রধানমন্ত্রী পদত্যাগের পর ৬ আগস্ট থেকে হল গুলো খোলা হলেও ৮ আগস্ট থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে ফিরতে শুরু করেছেন ছাত্রীরা।

মঙ্গলবার (১৩ আগস্ট) বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান রাখা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে সরেজমিন গিয়ে দেখা যায়, সেখানে ফিরতে শুরু করেছেন ছাত্রীরা। হলের কর্তব্যরত নিরাপত্তা কর্মী রিয়াদ হোসেন জানান, ২০০ থেকে ৩০০ ছাত্রী হলে ফিরেছেন।


ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী সাদিয়া আক্তার বার্তা২৪.কমকে বলেন, হলে যারা ননপলিটিক্যালভাবে ওঠেছে তারা আসতে শুরু করেছেন। ক্লাস শুরু হলে সবাই চলে আসবে। এখন হলে রাজনীতি নিষিদ্ধ করায় হলে যারা রাজনীতি করতেন তারা এখনো আসেননি।

তিনি আরও বলেন, আমরা চাই ছাত্ররাজনীতি যেন বাতিল হয়৷ আমাদের ভিসিসহ রেজিস্ট্রার, ও ৮ টি হলের প্রোভোস্ট পদত্যাগ করায় কিছুটা অভিভাবক শূন্য মনে করায় রাজনীতির সঙ্গে যারা জড়িত তারা আসতে ভয় পাচ্ছেন। 

রোকেয়া হলের মাস্টার্সের শিক্ষার্থী রিতু বলেন, হলে রাজনীতির আর সুযোগ নেই। এখন কেউ রাজনীতি করে কর্তৃত্ব খাটাতে গেলে সাধারণ শিক্ষার্থীরাই বাধা দিবে। ছাত্রজনতার রক্তের পরে এই বৈষম্যবিরোধী সমাজ আমরা গড়তে চেষ্টা করছি। এখানে শিক্ষাঙ্গনে আর রাজনীতির সুযোগ নেই। আমরা চাই আমাদের ক্লাস দ্রুত শুরু হোক।

এ সম্পর্কিত আরও খবর