জাবিতে ফানুস উৎসব

বিবিধ, ক্যাম্পাস

জাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-25 22:38:28

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাংস্কৃতিক সংগঠন জলসিঁড়ির আয়োজনে শুরু হওয়া সাংস্কৃতিক মেলার অংশ হিসেবে ক্যাম্পাসে ফানুস উৎসব অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া চত্বরে অনুষ্ঠিত এ ফানুস উৎসবে শতাধিক দর্শনার্থী অংশ নেয়।

এর আগে ২৭ জানুয়ারি থেকে শুরু হয় সপ্তাহব্যাপী এ সাংস্কৃতিক মেলার। চলবে ২ ফেব্রুয়ারি পর্যন্ত।

ফানুস উৎসব ও সাংস্কৃতিক মেলা সম্পর্কে অনুষ্ঠানের আহ্বায়ক সাদিয়া আফরিন তন্বী বার্তা২৪.কমকে বলেন, ‘এ বছর আমরা সব মিলিয়ে ৩০টি ফানুস উড়িয়েছি। এছাড়া ২ ফেব্রুয়ারি জলসিঁড়ির সাবেক বর্তমান সদস্যদের পুনর্মিলনীর মধ্য দিয়ে এ বছরের সপ্তাহব্যাপী চলা সাংস্কৃতিক মেলার শেষ হবে।’

উল্লেখ্য, জাবির অন্যতম সাংস্কৃতিক সংগঠন জলসিঁড়ি প্রতিষ্ঠিত হয় ২০০২ সালে ২৫ সেপ্টেম্বর।

এ সম্পর্কিত আরও খবর