রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিস এলাকায় অভিযান চালিয়ে মনসুর আহম্মেদ নামের এক দালালকে আটক করেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রোববার (১৮ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে দালালকে আটক করে সেনাবাহিনীর হাতে তুলে দেয় শিক্ষার্থীরা।
আটক মনসুর আহম্মেদ ভোলার পদ্দামোনসা এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে ঢাকায় বসবাস করেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা তাদের কর্মসূচির অংশ হিসেবে আজ সকাল সাড়ে ১০টার দিকে পাসপোর্ট অফিসে অভিযানে যান। শিক্ষার্থীদের দেখে তাদের কাছে অভিযোগ করেন এক ভুক্তভোগী। পরে অভিযোগের ভিত্তিতে এক দালালকে আটক করে তারা।
আটক মনসুর আহম্মেদের স্বীকারোক্তি থেকে জানা যায়, পাসপোর্ট অফিসের নিরাপত্তা কর্মী কাইয়ুম, রানা (ড্রাইভার), মিন্টু (ড্রাইভার), আশরাফুল, জসিম জাহাঙ্গীরসহ আরও প্রায় ২০০ থেকে ৩০০ জন এই চক্রের সদস্য। এছাড়াও পাসপোর্ট অফিস সংলগ্ন স্টেশনারি এবং ফটোকপির অধিকাংশ দোকান এই চক্রের সাথে জড়িত।