ঢাবিকে হারিয়ে ফাইনালে জাবি নারী ক্রিকেট দল 

, ক্যাম্পাস

জাবি করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম | 2023-08-29 23:26:13

আন্তঃবিশ্ববিদ্যালয় নারী ক্রিকেট টুর্নামেন্ট–২০১৯ এর সেমিফাইনালে ঢাকা বিশ্ববিদ্যালয় নারী ক্রিকেট দলকে ৬ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নারী ক্রিকেট দল।

রোববার (৩ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হয়। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ঢাকা বিশ্ববিদ্যালয় নারী ক্রিকেট দল। এসময় তারা ১৬ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১৭ রান সংগ্রহ করেন। ঢাবির হয়ে সর্বোচ্চ রান সংগ্রহ করেন স্মৃতি। এছাড়া সর্বোচ্চ উইকেট শিকার করেন ফাহমিদা।

পরবর্তীতে জাবি ক্রিকেট দলের অধিনায়ক শারমিন আক্তার সুপ্তার ৫২ রানের উপর ভর করে ৬ উইকেট হাতে রেখে জয় লাভ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নারী ক্রিকেট দল। এছাড়া লাবণী ১৮ ও তাজরীন তন্বী ১০ রান করেন। জাবির হয়ে সর্বোচ্চ উইকেট শিকার করেন সুপ্তা।

আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া সংস্থা আয়োজিত এ টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়। ম্যাচগুলো পরিচালনা করছেন বিসিবির আম্পায়াররা।সেমিফাইনালে ঢাবিকে হারিয়ে ফাইনালে যাওয়ার গৌরব অর্জন করায় জাবি নারী ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।

উল্লেখ্য, আগামী ৫ ফেব্রুয়ারি ফাইনাল ম্যাচে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নারী ক্রিকেট দলের মুখোমুখি হবে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নারী ক্রিকেট দল। গত ১লা ফেব্রুয়ারি থেকে টুর্নামেন্টটি শুরু হয়।

এ সম্পর্কিত আরও খবর