জবি ছাত্রলীগের দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষ

বিবিধ, ক্যাম্পাস

জবি করেসপন্ডেন্ট | 2023-08-12 23:37:18

পূর্ব ঘটনার জের ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্রলীগের দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে বেশ কিছু শিক্ষার্থী আহত হয়েছে। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

রোববার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে বিকাল পর্যন্ত সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়। ক্যাম্পাসে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিবেশ এখনও থমথমে, ক্যাম্পাসে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Feb/03/1549190428611.jpg

শিক্ষার্থীরা জানান, গত বৃহস্পতিবার রাতে প্রেমঘটিত বিরোধ নিয়ে জবি টিএসসিতে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পক্ষের কর্মী তুহিনকে মারধর করেন সভাপতি পক্ষের কর্মীরা। পরে সম্পাদকের কর্মীরা একত্রিত হয়ে সভাপতি পক্ষের কর্মী নয়ন ও রিফাত নামে দুইজনকে মারধর করে।

এর জেরে রোববার সকাল থেকে সংঘর্ষ শুরু হয়। এ সময়, বেশ কিছু ককটেল বিস্ফোরণ ঘটে। এমনকি, ছাত্রলীগ নেতাকর্মীদের দেশীয় অস্ত্রের মহড়ায় ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ সম্পর্কিত আরও খবর