অর্থাভাবে ভেস্তে যেতে বসেছে রাবি শিক্ষার্থী ছন্দার স্বপ্ন

বিবিধ, ক্যাম্পাস

রাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-28 16:23:27

‘প্রায় দুই বছর আগে আমার বাবা মারা গেছেন। এরপর থেকে পরিবারের হাল ধরতে হয়েছে মাকে। কৃষি কাজ থেকে শুরু করে খাবারের হোটেলসহ বিভিন্ন কাজ করে আমাদের পড়ার খরচ চালিয়েছেন। আমার আরও দুই বোন রয়েছে তারাও পড়াশোনা করছে। এত দিন বাড়িতে থেকে পড়েছি, তাই কোনো সমস্যা মনে হয়নি। কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে পড়ার খরচ নিয়ে অনেক চিন্তার মধ্যে রয়েছি। অনেক স্বপ্ন নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরেও মনে হচ্ছে আমার স্বপ্নগুলো যেন স্বপ্নই রয়ে যাবে। আর মনে হয় পূরণ হবে না।’

এভাবেই করুণ স্বরে কথাগুলো বলছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফোকলোর বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছন্দা রাণী। বাড়ি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার শিবরাম গ্রামে। বাবা মৃত ডাবলু সরকার ও মা রত্না রাণীর তিন মেয়ের মধ্যে ছন্দাই বড়। এসএসসিতে বিজ্ঞান বিভাগ থেকে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছেন তিনি। এরপর অর্থ সংকটের কারণে ছন্দার আর উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগে পড়া হয়নি। তাই বাধ্য হয়েই মানবিক বিভাগে ভর্তি হন। পাশ করে বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন দেখা শুরু করেন। স্বপ্ন দেখেন পড়া শেষ করে বিসিএস ক্যাডার হয়ে পরিবারের হাল ধরার। কিন্তু অর্থ সংকটের কারণে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষেই যেন ভেস্তে যেতে বসেছে ছন্দার সব স্বপ্ন।

ছন্দা বলেন, ‘দারিদ্র্যের সঙ্গে অনেক সংগ্রাম করে পড়াশোনা করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। অর্থের সংকটের কারণে বর্তমানে আমার লেখাপড়ার ব্যয়ভার চালানো সম্ভব হচ্ছে না। স্কুল-কলেজে পড়ার জন্য আমি শিক্ষকদের সঙ্গে কথা বলে বেতন মওকুফ করে নিয়েছিলাম। আর গোল্ডেন ফাইভ পেয়েছিলাম বলে আমাকে ডাচ্ বাংলা ব্যাংক থেকে দুই হাজার আর গ্রামীণ ব্যাংক থেকে এক হাজার ৫০০ করে টাকা দিত। এই দিয়েই আমি আমার লেখাপড়ার খরচ চালিয়েছি। তবে এখন এখানে পড়তে গেলে প্রতি মাসে প্রায় তিন হাজার টাকার প্রয়োজন। আমার মায়ের পক্ষে প্রতি মাসে এত টাকা দেওয়া সম্ভব নয়।’

এ বিষয়ে ফোকলোর বিভাগের সহকারী অধ্যাপক ড. হাবিবুর রহমান বলেন, ‘ছন্দার সঙ্গে আমার কথা হয়েছে। তার পারিবারিক অবস্থা একদম ভাল না। এখানে চলার মতো সর্বনিম্ন তিন হাজার টাকা দেওয়া পরিবার থেকে কোনোভাবেই সম্ভব নয়। আমরা যদি সবাই মিলে মেয়েটিকে একটু সাহায্য করি তাহলে সে তার স্বপ্ন পূরণ করতে পারবে।’

কেউ ছন্দা রাণীকে সাহায্য করতে চাইলে তার ডাচ বাংলা ব্যাংক একাউন্ট নম্বরে (০১৭৯১২০১৫৫১০) টাকা পাঠাতে পারবেন।

এ সম্পর্কিত আরও খবর