পুকুরে ডুবে প্রাণ গেল শেকৃবি শিক্ষার্থীর

, ক্যাম্পাস

শেকৃবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-09-11 20:37:33

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) কেন্দ্রীয় পুকুরে গোসল করতে নেমে পল্লব কুন্ডু নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বুধবার (১১ সেপ্টেম্বর) বন্ধুদের সাথে পুকুরে গোসল করতে নেমে ৫০ মিনিট নিখোঁজ থাকার পর তাকে উদ্ধার করা হয়। পল্লব কৃষি অনুষদের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী।

সহপাঠীদের সাথে কথা বলে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণা মাঠে ব্যবহারিক ক্লাসের অংশ হিসেবে বিকেল তিনটায় গ্রুপভিত্তিক বীজতলা তৈরি করতে যায় শিক্ষার্থীরা। বীজতলা তৈরি শেষে গোসল করতে নামার কিছুক্ষণ পর বন্ধুরা পল্লবকে খুঁজে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। খোঁজাখুঁজির এক পর্যায়ে প্রায় ৫০ মিনিট পর তাকে পুকুর থেকে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পর্যবেক্ষণ শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মুহাম্মদ আবুল বাসার বলেন, খুবই দুঃখজনক একটি ঘটনা ঘটেছে। কোনোভাবেই মেনে নেওয়ার মত নয়। তথ্য পাওয়ার সাথে সাথেই আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। আমি উপস্থিত থাকার ৩০ মিনিট পরে ওকে পাওয়া যায় এবং পরবর্তীতে নিকটস্থ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত ডাক্তাররা সর্বোচ্চ চেষ্টা করলেও পল্লব কুন্ডোকে আর বাঁচানো সম্ভব হয়নি। আমরা ওর মৃত্যুতে গভীরভাবে শোকাহত।

এ নিয়ে গত ১৭ দিনে বিশ্ববিদ্যালয়ের পুকুরে এটা দ্বিতীয় মৃত্যু হওয়ায় আমরা পুকুরটিকে সিলগালা করার সিদ্ধান্ত নিয়েছি বলেও জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর