শহীদ সাজিদের ফাঁকা আসনে ফুলের তোড়া ও জাতীয় পতাকা

, ক্যাম্পাস

জবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-09-22 21:47:48

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ ইকরামুল হক সাজিদের স্মরণে পরিক্ষার হলে একটি আসন ফাঁকা রাখেন তার সহপাঠীরা। খাতা-কলম, প্রশ্ন রাখার জায়গায় রেখে দিয়েছেন একগুচ্ছ তাজা ফুল, টেবিলটি ঢেকে রাখা হয়েছে বাংলাদেশের লাল সবুজের পতাকা দিয়ে।

রোববার (২২ সেপ্টেম্বর) হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের মাস্টার্স প্রথম সেমিস্টার পরিক্ষার সময় ঘটনাটি ঘটেছে। সাজিদ ওই বিভাগেরই মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন।

এ বিষয়ে সাজিদের বন্ধু রনি বলেন, গত ২৭ জুন ও ৩০ জুন সাজিদের জীবনের শেষ দুটি মিডটার্ম পরিক্ষা আমরা দুজন একই আসনে বসে দিয়েছি। আজ সেমিস্টার ফাইনাল পরিক্ষায় সাজিদ আমাদের মাঝে একগুছ ফুল হয়ে ফিরলো।

হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড.শামসুন নাহার বলেন, সাজিদ আমার সরাসরি ছাত্র ছিলো। ক্লাসে খুবই মনোযোগী ছিল। নতুন বাংলাদেশ গঠনে সে সামনে থেকে নেতৃত্ব দিবে তা অনুমেয় ছিল। আজ সাজিদ থাকলে পরিক্ষা দিতে আসতো। তাই তাকে স্মরণ করতেই শিক্ষার্থীদের সাথে এই আয়োজন করা। সাজিদকে আমাদের বিভাগ আজীবন মনে রাখবে।

এ সম্পর্কিত আরও খবর