জাবি অফিসার সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের সংখ্যাগরিষ্ঠতা

বিবিধ, ক্যাম্পাস

জাবি করেসপন্ডেন্ট | 2023-08-30 09:06:41

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) অফিসার সমিতির ২০১৯-২০ সালের নির্বাহী পরিষদের নির্বাচনে আওয়ামী পন্থী প্যানেল সংখ্যা গরিষ্ঠতা অর্জন করেছে।

নির্বাচনে আওয়ামীপন্থী প্যানেল থেকে সভাপতি সহ ৯জন এবং বিএনপিপন্থী প্যানেল থেকে সাধারণ সম্পাদক সহ ৬ জন বিজয়ী হয়েছেন।

বুধবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্লাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ৩০৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে সন্ধ্যা ৬টার দিকে প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আলী নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

এতে আওয়ামী লীগ পন্থী প্রার্থী বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মো. আবু হাসান সভাপতি ও বিএনপি পন্থী প্রার্থী ডেপুটি রেজিস্ট্রার (এস্টেট) মো. আবদুর রহমান (বাবুল) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে অন্যান্য পদে বিজয়ীরা হলেন- সহ-সভাপতি মোহাম্মদ আজীম উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মাহতাব-উজ-জাহিদ, কোষাধ্যক্ষ বলাই চন্দ্র পাল, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম এবং প্রচার সম্পাদক এলিজা সুলতানা।
এছাড়া সদস্য নির্বাচিত হয়েছেন সারোয়ার হোসেন, মোহাম্মদ নুরে-এ কামাল পিংকু, এহতেশামুল হক, আবদুল মান্নান, খায়ের উদ্দিন, গোলাম মোস্তফা, বেগম নাসরীন ও ফারুকুল ইসলাম।

এ সম্পর্কিত আরও খবর