ডাকসু'র তফসিলের আগে ৩ মাস সহাবস্থান চায় ছাত্রদল

বিবিধ, ক্যাম্পাস

ঢাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-30 09:20:22

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে ক্যাম্পাস ও হলগুলোতে ন্যূনতম ৩ মাস সকল ছাত্র সংগঠনের সহাবস্থান ও স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডের পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল।

বৃহস্পতিবার (০৭ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয় উপাচার্য কার্যালয়ের সামনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় তারা।

এর আগে সকাল ১১ টায় ৭ দফা দাবিতে বিশ্ববিদ্যালয় উপাচার্য ড. মো. আখতারুজ্জামান বরাবর স্মারকলিপি দেয় সংগঠনটি। এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান, বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আল মেহেদী তালুকদার ও সাধারণ সম্পাদক আবুল বাশার সিদ্দিকী সহ ছাত্রদলের দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

তফসিল ঘোষণার পূর্বে ৩ মাস সহাবস্থান নিশ্চিত করা ছাড়া ছাত্রদলের অন্য দাবিগুলো হলো; অংশগ্রহণমূলক ও ভীতিহীন পরিবেশে ডাকসু নির্বাচনের লক্ষ্যে হলের পরিবর্তে একাডেমিক ভবনে ভোটকেন্দ্র স্থাপন করা৷ বিশ্ববিদ্যালয়ের সকল পর্যায়ের ছাত্র-ছাত্রীদের ভোটার ও প্রার্থী হওয়া নিশ্চিত করার লক্ষ্যে ৩০ বছর বয়সসীমার পরিবর্তে ভর্তি সেশন নির্ধারণ করা। ডাকসু ও হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর ছাত্র সংগঠনগুলোর কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় নেতাদের প্রচারণায় অংশগ্রহণে কোনো বাধা প্রদান না করা। হামলা, মামলা ও গ্রেফতার না করার বিষয়টি নিশ্চিত করা।

শান্তিপূর্ণ পরিবেশে ডাকসু নির্বাচনের লক্ষ্যে সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ইতোমধ্যে বিভিন্ন শিক্ষার্থী ও নেতাদের ওপর হওয়া হামলার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া। ডাকসু নির্বাচনের লক্ষ্যে গঠিত কমিটিগুলোকে পুনর্গঠন করা এবং নিরপেক্ষ ও গ্রহণযোগ্য শিক্ষকদের এসব কমিটিতে অন্তর্ভুক্ত করা৷ ডাকসু গঠনতন্ত্রের ৫ এর (এ) অগণতান্ত্রিক ধারাটি সংশোধন করে সভাপতি ও ছাত্র সংসদের যৌথ সিদ্ধান্তের বিষয় সংযোজন করা এবং ৮ এর (এম) ধারাটি সংশোধন করা।

উপাচার্যের কাছে স্মারকলিপি প্রদানের পর রাজিব আহসান গণমাধ্যমকে বলেন, 'মাননীয় উপাচার্য আমাদের দাবিগুলো আন্তরিকভাবে শুনেছেন এবং আমাদের দাবির যৌক্তিকতা ইতোমধ্যে মেনে নিয়েছেন। তিনি সংশ্লিষ্টদের সাথে আলোচনা করে যৌক্তিক সিদ্ধান্ত নেবেন৷ আমরা বিশ্বাস করি আমাদের যৌক্তিক দাবি প্রশাসন মেনে নেবে এবং সকলের অংশগ্রহণে একটি কার্যকর ডাকসু নির্বাচন হবে।'

তফসিলের আগে তিন মাস সহাবস্থান নিশ্চিন্তের কারণ জানতে চাইলে তিনি বলেন, 'সহাবস্থানের বিষয়টি এমন যে এটিকে যদি কার্যকর করতে হয় তাহলে একটি নির্দিষ্ট সময়ের দরকার। আজকে সহাবস্থান দিয়ে কালকে কিন্তু এটাকে কার্যকর বা স্থায়ী বলা যাবে না। ডাকসুকে কেন্দ্র করে সহাবস্থান নয়, আমরা চাই, বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর একটি স্থায়ী সহাবস্থান থাক।'

গত মতবিনিময় সভার পর ছাত্রলীগ আহ্বান জানালেও ছাত্রদল মধুর ক্যান্টিনে না যাওয়ার কারণ জানতে চাইলে আকরামুল হাসান বলেন, 'পরিবেশ পরিষদের সভার পর আমি চা খেতে যেতে চেয়েছি। ছাত্রলীগের সাধারণ সম্পাদক স্বাগত জানালেও অন্য নেতৃবৃন্দ এ আন্তরিকতা দেখায়নি। এজন্য আমরা যাইনি। তাছাড়া কিছুদিন আগেও আমাদের বুরহান উদ্দীন সৈকত নামে ছাত্রদলের জহরুল হক হলের এক নেতা তাকে মেরে আহত করা হয়েছে। এ রকম একটা পরিবেশে আমরা চাই না ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে, আমাদের আগমনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি হোক এবং ডাকসু নির্বাচন ব্যাহত হোক।'

এ সম্পর্কিত আরও খবর