সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে সুচিন্তা’র জঙ্গিবাদবিরোধী সেমিনার

বিবিধ, ক্যাম্পাস

সেন্ট্রাল ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-14 01:50:17

রাজধানীর সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেল সুচিন্তা ফাউন্ডেশনের জঙ্গিবাদবিরোধী সেমিনার। বিশ্ববিদ্যালয়ের বনানী ক্যাম্পাসে বুধবার (৬ ফেব্রুয়ারি) ‘জাগো তারুণ্য রুখো জঙ্গিবাদ’ শিরোনামে এর আয়োজন করা হয়।

সেমিনারে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিন। তিনি বলেন, নিজেকে তরুণ মনে করি, তাই সকল তরুণদের সাথে নিয়ে জঙ্গিবাদ রুখতে চাই। সাত বছর বয়সে কোরআন শিক্ষা নিয়েছি, বাংলায় পড়েছি। কোথাও বলা হয়নি- মানুষ হত্যা করা সওয়াবের কাজ। বরং এটা বলা হয়েছে- মানুষ হত্যা মহাপাপ।

সাবিনা আক্তার বলেন, ভ্রান্ত আর্দশের উপর ভর করে তরুণরা জঙ্গি হয়ে ওঠে। আর এই আদর্শ ছড়িয়ে দিচ্ছে কতিপয় গোষ্ঠী, ধর্মের নামে তরুণদের মিথ্যা ধর্মীয় ভীতি ও প্রলোভন দেখিয়ে তাদের উদ্দেশ্য হাসিল করে নিচ্ছে। ধর্মের দোহাই দিয়ে আমাদের চোখে কালো পতাকা এঁকে দিতে চায়। কিন্তু আমরা সতর্ক; লাল সবুজের এই বাংলাদেশে কোনো অপশক্তি কোনোদিন জঙ্গিবাদ সৃষ্টি করতে পারবে না। স্বাধীনতাবিরোধী অপশক্তিরা বসে নেই। তাই আমাদের সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, শেখ হাসিনার জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি সফলতার সাথে এদেশ থেকে জঙ্গিবাদের অস্তিত্ব নিমূর্ল করেছে। যে চেতনার উপর ভর করে এদেশে জঙ্গিবাদ দানা বাঁধতে শুরু করেছিল, সেই চেতনাকে রুখতে এবং এর ভয়ঙ্কর পরিণতি সম্পর্কে সামাজিক জাগরণ সৃষ্টিতে সুচিন্তা ফাউন্ডেশন যে কাজ করে যাচ্ছে সেজন্য তাদের আন্তরিক ধন্যবাদ জানাই। সমাজের সকল শ্রেণীর মানুষের উচিৎ, এই ধরণের সামজিক সচেতনতা গড়ে তোলা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা নিপুন। তিনি বলেন, আমরা আজকাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে অনেক বেশি সময় দেই। এতে পরিবার, মা-বাবা, ভাই-বোনের সাথে দূরত্ব তৈরি হচ্ছে। সেখান থেকেই ঘটে যাচ্ছে নানা অঘটন। তরুণদের টার্গেট করে এই সোশ্যাল মিডিয়াগুলোর মাধ্যমে মিথ্যা ধর্মীয় ভীতি ও প্রলোভন দেখিয়ে তরুণদের জড়ানো হচ্ছে জঙ্গিবাদের মত ভয়ঙ্কর জগতে। নানাভাবে ব্রেনওয়াশ করে এক এক জন তরুণকে আত্মঘাতী হিসেবে তৈরি করছে। যে সন্তানটির সবচেয়ে ভালো বন্ধু তার বাবা-মা, সেই সন্তান ভুল করতে পারে না। সন্তানের ভালো বাবা-মার চেয়ে আর কেউ চায় না। ভালো কাজে সোশ্যাল মিডিয়া কাজে লাগাতে হবে। আমার পরিচিত অনেকেই আছেন যারা অনলাইনে ছোট ছোট ব্যবসা শুরু করে স্টুডেন্ট অবস্থায়ই প্রতিষ্ঠিত।

নিপুন বলেন, সামনে যারা বসে আছেন, সবাই আগামী দিনের বাংলাদেশ। সচেতনার জায়গা থেকে পরিবারের যেমন দায়িত্ব রয়েছে, তেমনি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরাও নিয়মিত জঙ্গিবাদবিরোধী নানা লেসন দিয়ে শিক্ষার্থীদের সচেতন করে তুলতে। আমরা ছোটবেলা যেভাবে কাটিয়েছি, এখন বদলে গেছে। সব সময় ভালোর সাথে থাকলে একজন ভালো মানুষ হওয়া অনেক সহজ। আর দেশটাকে নিরাপদ, সুন্দর, মাদক, ও জঙ্গিবাদমুক্ত রাখার দায়িত্ব আমাদের সকলের।

অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন সুচিন্তা ফাউন্ডেশনের ডিরেক্টর ও এই কার্যক্রমের সমন্বয়ক কানতারা খান। তিনি বলেন, ধর্ম প্রত্যেকের ব্যক্তিগত বিশ্বাস এবং অধিকার। সেই বিশ্বাস ও অনুভূতির জায়গাটিতে তারা আঘাত করছে ক্ষমতা ও বাণিজ্যিক স্বার্থের লোভে। যার সঙ্গে ধর্মের আদৌ কোনো সম্পর্ক নেই।

আরও বক্তব্য দেন সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএনএম মেশকাত উদ্দীন। তিনি বলেন, আমাদের এই বিশ্ববিদ্যালয়ে নানা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের সচেতন করে আসছি। সাংস্কৃতিক নানা কার্যক্রমের জন্য ১৫টি ক্লাব একসাথে কাজ করে যাচ্ছে। তরুণ প্রজন্মকে সচেতন হওয়া জরুরি। কেননা এই তারুণ্যের শক্তিতে সন্ত্রাসবাদের কাজে লাগিয়ে একটি মহল ধ্বংসের দিকে ঠেলে দিতে চায়। তাই কারো ভুল প্ররোচণা থেকে সাবধান থাকতে হবে।

সুচিন্তা’র গবেষণা সেলের পক্ষ থেকে আশরাফুল আলম শিক্ষার্থীদের প্রশ্ন-উত্তরের মাধ্যমে ইসলাম ধর্মে জঙ্গিবাদ সমর্থন-অসমর্থন বিষয়ে মতবিনিময় করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ‘আজ সারাবেলা’র সম্পাদক জব্বার হোসেন।

উল্লেখ্য, অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে, তরুণদের মনোজগৎ জাগ্রতকরণ ও জঙ্গিবাদবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে প্রায় এক বছর ধরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের সেমিনার আয়োজন করে আসছে ‘সুচিন্তা ফাউন্ডেশন’।

এ সম্পর্কিত আরও খবর