সুন্দরবন আমাদের মায়ের মতো আগলে রাখে

বিবিধ, ক্যাম্পাস

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 03:31:48

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার বলেছেন, ‘সুন্দরবন আমাদের মায়ের মতো আগলে রেখেছে, পরিবেশ দূষণের হাত থেকে রক্ষা করছে।’

উপকূলের জমিতে লবণ পানি আটকে রেখে চিংড়ি চাষের ফলে সবুজ গাছপালা মরে যাচ্ছে উল্লেখ করে উপমন্ত্রী বলেন, ‘খালে বাঁধ দিয়ে আটকে রাখার কারণে মিষ্টি পানির প্রবাহে বাধা পাচ্ছে। পরিবেশ সম্পর্কে সচেতন না হলে মালদ্বীপের মতো অবস্থার শিকার হওয়ার আশংকা রয়েছে।’ 

শনিবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১২টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের ‘ক্লাইমেট চেঞ্জ এজেন্ডা ফর কালচারাল হেরিটেজ ইন বাংলাদেশ’ শীর্ষক দিনব্যাপী আন্তর্জাতিক সেমিনার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

হাবিবুন নাহার বলেন, ‘জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতির পেছনে কোনো দেশ বেশি  দায়ী, আবার কোনো দেশ বেশি ভুক্তভোগী। এ বিষয়টি নিয়ে বিশ্ব নেতৃবৃন্দ অনেক কথাই বলছেন, কেউ মানছেন, আবার কেউ মানছেন না, আবার কেউ দায় নিচ্ছেন না।’

‘পদ্মা সেতু তৈরিতে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের দৃঢ়চিত্ত ভূমিকা রেখেছেন, তেমনি দেশের জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতিসহ সকল সমস্যা মোকাবেলায় তাঁর নেতৃত্বে নিজেদের সক্ষমতা অর্জন সম্ভব।’

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ফায়েক উজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আন্তর্জাতিক সেমিনারে বিশেষ অতিথি হিসেবে ভিডিও বার্তার মাধ্যমে বক্তব্য রাখেন ইউনেস্কোর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ বিয়াট্রেস কালদুন, সহকারী ভারতীয় হাইকমিশনার রাজেশ কুমার রায়না, বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন অধ্যাপক উত্তম কুমার মজুমদার প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর