সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়াতে অনেকে তৎপর: দিপু মনি

বিবিধ, ক্যাম্পাস

ঢাবি করেসপনডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-27 09:00:54

বাংলাদেশে ‘ধর্ম যার যার উৎসব সবার’ এ ঐহিত্য বজায় রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি।

তিনি বলেছেন, ‘আমাদের দেশটি একটি অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক দেশ হবে। এখানে সকল ধর্মের মানুষ একসঙ্গে শান্তিতে বসবাস করবে। সেই লক্ষ্য নিয়ে আমাদের দেশটি অনেক ত্যাগের বিনিময়ে সৃষ্টি হয়েছিল। আজকে এই স্বাধীনতার ৪৮ বছর পর আমরা যখন বিশ্বাস করি ‘ধর্ম যার যার, উৎসব সবার এবং রাষ্ট্র সবার’ তখন কিন্তু আমরা দেখি সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়াতে অনেকে তৎপর।'

রোববার (১০ ফেব্রুয়ারি) সকাল সোয়া ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে সরস্বতী পূজা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে দিপু মনি বলেন, ‘শুধু ডিগ্রি নয় আমরা সকলে যেন সত্যি সত্যি জ্ঞান আহরণে সচেষ্ট হই। ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ। সেই হিসেবে এখানে যেন আমরা জ্ঞানের চর্চায় সকল কিছু করতে পারি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেশের সকল জায়গা থেকে আসা সব থেকে সেরা ছাত্র-ছাত্রীরা অধ্যয়ন করে। এখানে জ্ঞানের চর্চা হবে। সেই জ্ঞানের আলোয় উদ্ভাসিত হবে দেশ।’

তিনি আরও বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় সকল আন্দোলন সংগ্রামের সূতিকাগার। এখান থেকে শুরু হয় সব রকম অধিকার আদায়ের আন্দোলন। সেই অধিকার সচেতন মানুষগুলো এখানে নিজেদের জ্ঞানের চর্চায় নিয়োজিত রাখবে এবং দেশ গড়ার কাজে নেতৃত্ব দিবে।'

এর আগে শিক্ষামন্ত্রী জগন্নাথে হলে স্থাপিত বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন এবং বিদ্যার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদ, প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানী, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সদস্য অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া, জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক অসীম কুমার সরকার প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর